ইউনাইটেড স্পোর্টসের বড় উদ্যোগ! আমন্ত্রণ জানাল এই ঐতিহ্যশালী ইংরেজ ক্লাবকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বাংলা ফুটবলের উন্নয়নে বরাবরই বড় উদ্যোগ নিয়েছে নবাব ভট্টাচার্যের ইউনাইটেড স্পোর্টস ক্লাব। এবার আরও বিশেষ পরিকল্পনা করেছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব।
ইংল্যান্ডের ঐতিহ্যশালী ক্লাব বোল্টন ওয়ান্ডারার্স এফসির গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট ম্যানেজার পল ওজনিকে আমন্ত্রণ জানিয়েছেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের শীর্ষকর্তা নবাব ভট্টাচার্য।
আগামী ২১-২৭ মার্চ পশ্চিমবঙ্গে থাকবেন পল ওজনিক। সেখানে ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস, বাংলার ফুটবল নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সাথে বৈঠকে বসবেন তিনি।
আশা করা হচ্ছে, ইউনাইটেড স্পোর্টসের সাথে বোল্টনের বিশেষ চুক্তিগত সম্পর্কের বিষয়ে কথা বলা হবে। পাশাপাশি বাংলা ফুটবলের উন্নয়ন নিয়েও আলোচনা হবে।