এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বিশ্বাস করেন শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালের ভারতীয় দলের হয়ে তিনটি ফরম্যাটেই দীর্ঘস্থায়ী কেরিয়ারের সম্ভাবনা রয়েছে। রাঠোর এই দুই ব্যাটারেরই সব ফর্ম্যাটে তাদের বড় ইনিংস খেলার ক্ষেত্রে আত্মবিশ্বাসী।
শুভমন তাঁর কেরিয়ারে এখন পর্যন্ত দুটি শতরান করেছেন এবং ৩২-এর নীচে গড় রয়েছে তাঁর। রাঠোর মনে করেন গিল ভারতীয় ব্যাটিংয়ের ভবিষ্যত। ডমিনিকাতে এক সাক্ষাৎকারে রাঠোর বলেন, “গিলের সব ফর্ম্যাটেই বড় রান করার দক্ষতা রয়েছে।সে টেস্ট ক্রিকেটেও রান করেছেন। তাঁর মধ্যে যে সম্ভাবনা রয়েছে তাতে আমার কোন সন্দেহ নেই যে তিনি ব্যাটিংয়ে ভারতীয় দলের ভবিষ্যৎ ও তিনটি ফর্ম্যাটেই দীর্ঘসময় ভারতীয় দলের হয়ে খেলবেন গিল।"
আরও পড়ুন: আয়ারল্যান্ড সিরিজে বিশ্রাম পেতে চলেছেন রাহুল দ্রাবিড় এবং ভারতীয় কোচিং বিভাগ
টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করেছিলেন গিল, তাঁকে যেন ৩ নং-এ খেলানো হয়। এই পজিশনে এর আগে চেতেশ্বর পূজারা এবং রাহুল দ্রাবিড়রা খেলতেন। রাঠোর বলেন যে গিল এমন একজন খেলোয়াড় যিনি দলের চাহিদা অনুযায়ী নিজের ভূমিকা পালন করেন।
অভিষেক টেস্টেই জয়সওয়াল যেভাবে তাঁর প্রথম টেস্ট শতরান করেন তাতে মুগ্ধ ভারতের ব্যাটিং কোচ। যশস্বী ১৭১ রনের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। এই ইনিংটি ভারতের ব্যাটিং কোচকে বিশেষভাবে মুগ্ধ করেছে। যেভাবে তিনি প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তাঁর ইনিংসটি এগিয়ে নিয়ে গিয়েছিলেন।
রাঠোরের মতে, “দ্বিতীয় দিনে জয়সওয়াল লাঞ্চের আগে ৯০ বলে প্রায় ২০ রান করেন। আমি মনে করি যে আমার কাছে ওই ইনিংসটি আরও গুরুত্বপূর্ণ ছিল। একজন খেলোয়াড় তাঁর স্বাভাবিক খেলা পরিবর্তন করে কঠিন সময় অতিক্রম করে এবং তারপরে বড় রান করতে পারে। এটি সত্যিই অসাধারণ ছিল। নিঃসন্দেহে তিন ফরম্যাটেই ভারতীয় দলের সাথে দুর্দান্ত ভবিষ্যত রয়েছে জয়সওয়ালেরও।”