এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতের বর্তমান ক্রিকেট দলের তিন স্পিনার-অলরাউন্ডার বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটারদের বারংবার সমস্যায় ফেলেছে। তবে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল ভারতের এই তিন তারকা ক্রিকেটারকে সর্বকালের সেরা স্পিনার-অলরাউন্ডারদের তালিকায় রাখা হচ্ছে এই ঘটনা অনেককেই চমকে দেবে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই তিন ক্রিকেটার অবশ্যই সর্বকালের শ্রেষ্ঠত্বের তালিকায় থাকবেন তবে বিশ্ব ক্রিকেটে কি অশ্বিন-জাডেজা-অক্ষররা থাকবেন? উত্তর দিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে, যেখানে স্টিভ স্মিথ দাঁড়িয়ে রয়েছেন একটি সাদা বোর্ডের সামনে।
আরও পড়ুন- ছেলের জন্মদিনে আবেগঘন পোস্ট করলেন শিখর ধাওয়ান
সেই বোর্ডে উপরের দিকে বড় করে লেখা রয়েছে ক্রিকেটের ইতিহাসে শ্রেষ্ঠ স্পিনার-অলরাউন্ডাররা। এই তালিকায় রয়েছেন ড্যানিয়েল ভেত্তরি, গ্যারি সোবার্স, রিচি বেনড, সমিত প্যাটেল, ট্র্যাভিস হেড, শাকিব আল হাসান। এর সাথে এই তালিকায় রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। এই তালিকা দেখার পরেই ক্রিকেট মহলে শুরু হয়ে যায় তর্ক-বিতর্কের।
আরও পড়ুন- দ্রাবিড়-সেহওয়াগদের টপকে দক্ষিণ আফ্রিকায় নতুন মাইলফলক ছুঁতে পারেন বিরাট কোহলি
প্রসঙ্গত বর্তমান আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রথম দুই স্থানে রয়েছেন রবীন্দ্র জাডেজা এবং রবি অশ্বিন। অন্যদিকে অক্ষর প্যাটেল রয়েছেন পঞ্চম স্থানে।