এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতের ক্রিকেট ও ফুটবলে বর্তমান সময়ের দুই সুপারস্টারের নাম নেওয়া হয়, তাহলে তারা হলেন যথাক্রমে বিরাট কোহলি ও সুনীল ছেত্রী। এবং দুজনেই একে অপরের প্রতি অগাধ শ্রদ্ধা রাখেন।
শুধু শ্রদ্ধাই নয়, বন্ধুত্বের নিবিড় সম্পর্ক রয়েছে দুজনের মধ্যে। কিন্তু দুই ভিন্ন ক্রীড়ার দুই সুপারস্টার এক সাথে হলে কি নিয়ে আলোচনা চলতে পারে, এই নিয়ে আগ্রহ রয়েছে সকলেরই। এবার সেই আগ্রহের অবসান ঘটালেন খোদ সুনীল ছেত্রী।
সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগের সাথে এক সাক্ষাৎকারে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী জানিয়েছেন, কি নিয়ে বিরাট কোহলির সাথে তার কথা হয়।
এই নিয়ে সুনীল ছেত্রী বলেছেন, "আমরা সাধারণ বিষয় নিয়ে কথা বলি। আমরা একে অপরকে প্রচুর মজার কথা শেয়ার করি। প্রচুর জোকস ও মজার জিনিস শেয়ার করি আমরা। আমার সাথে ওনার গম্ভীর আলোচনাও হয়েছে। এমন কিছু পর্যায় এসেছে যেখানে আমরা বেশ কিছু মাস ধরে কথা বলিনি, কিন্তু ভালো দিক হল উনি সেটি বোঝেন আর আমিও তা বুঝি। তবে আমরা যেখানে শেষ করি, সেখান থেকেই আবার কথা শুরু করি।"
এদিকে কেরিয়ারের বিভিন্ন ওঠাপড়া নিয়েও এই দুই ক্রীড়াবিদের মধ্যে আলোচনা হয়ে থাকে। এই নিয়ে সুনীল বলেছেন, "কিছু কিছু সময় আমি যেমন সেই জন্য আমায় সমালোচিত হতে হয়েছে, পারফর্ম করার জন্যও চাপ পড়েছে। আবার ওনাকেও উনি যেমন সেটির জন্য সমালোচিত হতে হয়েছে, আর ওনাকেও পারফর্মেন্সের জন্য চাপ পেতে হয়েছে। আর এই নিয়েই আমাদের মধ্যে কথা হয়েছে। উনি বোঝেন যে সবাই এসব বুঝতে পারে না এবং আমরা এই বিষয় নিয়েই আলোচনা করি।"