এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ৫০০তম ম্যাচ খেলতে চলেছেন বিরাট কোহলি। ৩৪ বছর বয়সী তারকা ভারতীয় ব্যাটারের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি তিনটি ফর্ম্যাটেই নিজের প্রতিভার প্রতি সুবিচার করেছেন তিনি। আইসিসির তরফে দশকের সেরা ক্রিকেটারের খেতাব পেয়েছিলেন বিরাট। ক্রিকেটের তিনটি ফর্ম্যাটে তাঁর পরিসংখ্যান একনজরে দেখে নিন।
আরও পড়ুন- এশিয়া কাপে তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ! কীভাবে সম্ভব? জেনে নিন
টেস্ট ক্রিকেটে বিরাট মোট ১১০টি ম্যাচ খেলেছেন। ৪৮.৮৮ গড়ে তাঁর মোট রান সংখ্যা ৮,৫৫৫। টেস্ট ক্রিকেটে তাঁর মোট ২৮ টি শতরান এবং ২৯টি অর্ধশত রান রয়েছে। এই ফর্ম্যাটে এক ইনিংসে তাঁর সর্বোচ্চ রানসংখ্যা ২৫৪*। টেস্ট ক্রিকেটে তিনি ভারতের পঞ্চম সর্বোচ্চ রানের অধিকারী।
একদিনের ক্রিকেটে বিরাট কোহলি মোট ২৭৪ টি ম্যাচ খেলেছেন। ৫৭.৩২ গড়ে তাঁর মোট রানসংখ্যা ১২,৮৯৮। ৪৬টি শতরান এবং ৬৫টি অর্ধশতরানের পাশাপাশি ওডিআই ক্রিকেটে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারী। ক্রিকেট ইতিহাসে তিনি একদিনের ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ রানের অধিকারী।
একদিনের ক্রিকেটে বিরাট দ্রুততম ক্রিকেটার হিসাবে ৮,০০০, ৯,০০০, ১০,০০০, ১১,০০০ এবং ১২,০০০ রান করেছেন।
আরও পড়ুন- প্রকাশিত হল ২০২৩ এশিয়া কাপের সময়সূচি, কবে নামছে ভারত? জানুন
টি টোয়েন্টি ক্রিকেটেও কোহলির রেকর্ড বিরাট! ১১৫ টি ম্যাচ খেলে তিনি ৪,০০৮ রান করেছেন। তাঁর গড় ৫২.৭৩। টি টোয়েন্টিতে তিনি একটি শতরান এবং ৩৭টি অর্ধশতরান করেছেন। এক ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ১২২*।
টি টোয়েন্টি বিশ্বকাপেও বিরাট কোহলি অন্যান্য ক্রিকেটারদের থেকে অনেকটা এগিয়ে। ২৭ ম্যাচে ১,১৪১ রান করেছেন। ২০১৪ এবং ২০১৬ বিশ্বকাপে তিনি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। এর পাশাপাশি তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রানের অধিকারী।