এশিয়া কাপের আগে নিজের ফিটনেসের পরিচয় দেখালেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন এশিয়া কাপের জন্য ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটাররা প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে আজও তিনি বিশ্বের সব থেকে ফিট ক্রিকেটারদের একজন, সেটি আবারও প্রমাণ করলেন বিরাট কোহলি।
আরও পড়ুন - ভারতে আসছেন নেইমার
৩৫ বছর বয়সী এই মহাতারকা, বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি তার ইয়ো-ইয়ো টেস্টের পরীক্ষার ফল দেখিয়েছেন। এবারের টেস্টে ১৭.২ স্কোর করেছেন বিরাট, যা সাধারণ মান ১৬ এর থেকে অনেকটাই বেশি।
এই পোস্টের ক্যাপশনে কোহলি লিখেছেন, "কঠিন জায়গার মধ্যে ইয়ো-ইয়ো টেস্ট শেষ করতে পারার মজাই আলাদা।" এর আগে যখন অধিনায়ক ছিলেন বিরাট, সেই সময়ে ইয়ো-ইয়ো টেস্টে ১৯ স্কোর করেছিলেন তিনি।
আরও পড়ুন - বিশ্বমঞ্চে নির্বাসিত ভারতীয় কুস্তি ফেডারেশন
বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুর আলুরে এশিয়া কাপের প্রস্তুতি শিবির আয়োজন করেছে ভারতীয় দল। সেখানে শীর্ষস্থানীয় খেলোয়াড়দের ১৩ দিনের ফিটনেস পোগ্র্যামের অধীনে রাখা হয়েছে, যেখানে তাদের পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা করা হবে। সেখানে কোনও খামতি থাকলে সেই ক্রিকেটারকে সরিয়ে নেবে বিসিসিআই।