ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের নির্ণায়ক ম্যাচে খেলবেন বিরাট কোহলি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি মঙ্গলবার ওডিআই সিরিজের নির্ণায়ক ম্যাচে তাঁর দলে থাকা নিয়ে যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার ভারতীয় দলে যোগ দেবেন। রবিবার সন্ধ্যায় পোর্ট অফ স্পেনে দলের সঙ্গে যাননি বিরাট। কোহলিকে হায়াত হোটেলে দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে দেখা যায়নি, যেখানে ভারতীয় দল রয়েছে। সোমবার বিকেলে কুইন্স পার্ক ওভালে ভারতীয় দলের অনুশীলনের কথা রয়েছে। পোর্ট অফ স্পেন থেকে ব্রায়ান লারা স্টেডিয়াম অনেক দূরে হওয়ায় টিম ম্যানেজমেন্ট কুইন্স পার্ক ওভালে অনুশীলনের সিদ্ধান্ত নেয়।
এখনও পর্যন্ত দুই দলই একটি করে ম্যাচ জিতে সিরিজে সমানভাবে রয়েছেন। বৃহস্পতিবার ২৭ জুলাই বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দল ৫ উইকেটের জয়লাভ করে। কিন্তু শনিবার ২৯ জুলাই একই ভেন্যুতে শাই হোপস হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দলকে ৬ উইকেটে হারায়।
আরও পড়ুন: চাহালের গায়ে হাত তুললেন রোহিত শর্মা!
ভারতীয় দলে অক্ষর প্যাটেল এবং সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়ার জন্য রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়। দুই দল এখন ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হবে। এই স্টেডিয়ামে প্রথম পুরুষদের একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হবে, এখন পর্যন্ত এই মাঠে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে শুধুমাত্র একটি টি-২০ ম্যাচ হয়েছিল।