এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে কঠিন পরিস্থিতিতে রয়েছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ব্যাকফুটে রয়েছে ভারতীয় দল। কিন্তু এরই মাঝে এক খুদে ভক্তের আশা পূরণ করলেন সুপারস্টার ভারতীয় ব্যাটার বিরাট কোহলি।
আরও পড়ুন - আম্পায়ারের জন্য স্থগিত হল অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট!
দ্বিতীয় দিন চলাকালীন খুদে ক্রিকেটপ্রেমী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি নিয়ে আসেন কোহলির সামনে, যাতে তিনি তাতে সই করেন। এরপর সাগ্রহে বিরাট সেই জার্সিতে সই করেন, সাথে সেই ভক্তের সাথে ছবিও তোলেন। সেই বাচ্চাটির কাঁধে হাত রেখে কথা বলতে দেখা যায় বিরাটকে।
বিরাটের এমন উদারতায় মুগ্ধ হয়েছে সেই খুদে ভক্ত, আর নিঃসন্দেহে এই মুহুর্তটি সারাজীবন উপভোগ করবে সেই ভক্ত ও তার পরিবার। তবে এমন ঘটনা নতুন নয়, এর আগেও ম্যাচ চলাকালীন বিরাট কোহলি একাধিকবার ভক্তদের অনুরোধ পূরণ করেছেন এবং হৃদয় জিতে নিয়েছেন।