এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াকু শতরান করেছেন ভারতের তারকা উইকেটকিপার ব্যাটার কেএল রাহুল। রাহুলের এই শতরানের জেরেই ভারত ২৪৫ রানে পৌঁছতে পেরেছে। আর রাহুলের এই ইনিংসকে বিশেষভাবে সম্মান জানাল গোটা ভারতীয় দল।
আরও পড়ুন - সোশ্যাল মিডিয়ার কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে বড় বার্তা দিলেন শামসি
নান্দ্রে বার্গারকে ছয় মেরে যখন শতরানে পৌঁছন রাহুল, তখন গোটা ভারতীয় দল উঠে দাঁড়িয়ে সম্মান জানান। এদিকে তারকা ভারতীয় ব্যাটার বিরাট কোহলি ড্রেসিংরুমের বাইরে এসে রাহুলকে সম্মান জানান। এর জবাবে ড্রেসিংরুমের দিকে মাথা নত করেন রাহুল।
সেঞ্চুরিয়নের কঠিন পিচে যখন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল ও শ্রেয়াস আইয়ারের মত গুরুত্বপূর্ণ ব্যাটাররা হিমশিম খাচ্ছিলেন, সেখানে দাঁড়িয়ে একা কুম্ভের মত লড়ে যান রাহুল। লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে এগিয়ে যান তিনি।
আরও পড়ুন - রাজনীতিতে এলে সমাজে কী বদল আনবেন? উত্তর দিলেন সৌরভ গাঙ্গুলি
কেএল রাহুলের এই শতরান নিঃসন্দেহে বিদেশের মাটিতে কোনও ভারতীয় ব্যাটারের অন্যতম সেরা। ঋষভ পন্থের পর দ্বিতীয় ভারতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট শতরান করেছেন রাহুল।