রিঙ্কুর বিরুদ্ধে লড়াই জিতে মাঠেই নাচ বিরাট কোহলির, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৭ উইকেটে পরাজিত হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির ৮৩ রানের সৌজন্যে মোট ১৮২ রান করে আরসিবি দল। তবে এই রানের লক্ষ্য ১৬ ওভার ৫ বলেই পূরণ করে কেকেআর। বড় রান করলেও স্ট্রাইক রেট কমের কারণে সমালোচনার সম্মুখীন হয়েছেন বিরাট। তবে বিরাট কোহলি মাঠে থাকলে দর্শকদের মনোরঞ্জনের খামতি কোনোদিন থাকবেনা তা বলাই যায়।
১৫তম ওভারের পঞ্চম বলে বিরাট কোহলি তাঁর ফিটনেসের পরীক্ষা দেন। যেখানে তিনি দ্রুততার সাথে দুইরান নেন। সেই সময় রিঙ্কু সিং খুব জোড়ে বলটি থ্রো করেন যাতে বিরাট আউট হন। তবে বিরাটের ফিটনেসের কারণে তিনি সঠিক সময় ক্রিজে ঢুকে যান।
রিঙ্কু সিং আইপিএলের অন্যতম শ্রেষ্ঠ ফিল্ডার। তাঁর দ্রুত থ্রোকে হারিয়ে ক্রিজে ঢুকে যাওয়া অবশ্যই কৃতিত্বের। বিরাট কোহলি এরপর কিছুটা মজার ছলেই নেচে ওঠেন। আর সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
চলতি আইপিএলের সর্বোচ্চ রান এই মুহূর্তে বিরাট কোহলিরই তবে ২০ ওভার ব্যাট করেও তাঁর স্ট্রাইক রেট কম হওয়ায় ভারতীয় ক্রিকেট মহলে সৃষ্টি হয়েছে তর্ক-বিতর্কের।