এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: চলছে পাকিস্থান বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ। আর তারই মধ্যহ্নভোজন বিরতিতে ঘটল এক মজার কান্ড। যা কিনা স্বয়ং তৃতীয় আম্পায়ার কে ঘিরে। ঠিক কি হয়েছিল? চলুন দেখে নেওয়া যাক।
আরও পড়ুন - আইপিএল নিলামে বড় অর্থ পেয়ে বাবা-মায়ের জন্য বাড়ি কিনতে চান এই ক্রিকেটার
সময়টা দেড়টার কাছাকাছি। ‘বক্সিং ডে’তে পাকিস্তান অস্ট্রেলিয়া টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছিলেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়া ৬০ রানের লিড নেয়। তবে তার মধ্যেই সাত রানে দুই উইকেট পড়ে গিয়েছে অস্ট্রেলিয়ার। ঠিক এই সময় দেওয়া হয় মধ্যহ্নভোজনের বিরতি। বিরতির পর কিছুক্ষণ বাদে খেলা শুরু করতে বলা হয় কারণ তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ তখনও এসে পৌঁছননি।
সেই সময়টায় তিনি ঘরের জানলার সামনে বসেন। ধারাভাষ্যকাররা সেটা নিয়ে কিঞ্চিত মজার ছলে বলে ওঠেন তিনি বোধহয় মধ্যহ্নভোজ করে ক্লান্ত হয়ে পড়েছেন। মাঠ থেকে খেলোয়াড় এবং অন্যান্য আম্পায়াররাও তা দেখে হাসতে শুরু করে দিয়েছিলেন। পরে অবশ্য জানা গিয়েছে, গ্র্যান্ড স্ট্যান্ডের লিফট ঠিকমতো কাজ করতে না পারায় তার দেরি হচ্ছে। পরে অবশ্য সময়ের বিলম্ব আজ যাতে না হয়, চতুর্থ আম্পায়ার ফিল গিলেস্পি তড়িঘড়ি চলে যান মাঠে।