এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার আইপিএল ২০২৩ প্লেঅফসে গুজরাট টাইটান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। চলতি মরশুমে চেন্নাইয়ের অন্যতম বড় ইতিবাচক দিক হিসেবে উঠে এসেছেন শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা।
আরও পড়ুন - “সেই রাতে ধোনি কেঁদেছিলেন!” ক্যাপ্টেন কুলের অজানা কাহিনী ফাঁস করলেন হরভজন সিং
নিজের দেশোয়ালি কিংবদন্তি লাসিথ মালিঙ্গার মত স্লিং অ্যাকশনে বোলিং করা পাথিরানা চলতি আইপিএলে নিজের প্রতিভাকে তুলে ধরেছেন। ১১ ম্যাচে ৭.৭২ ইকোনমি রেটে ১৭ উইকেট নিয়েছেন পাথিরানা।
তবে শুধু মহেন্দ্র সিং ধোনির অনুপ্রেরণা নয়, বরং বিপুল অর্থের প্রলোভন দেখিয়ে পাথিরানাকে উদ্বুদ্ধ করছে চেন্নাই সুপার কিংস। অন্তত এমনটাই বলছেন সিএসকের তারকা পেসার দীপক চাহার।
আরও পড়ুন - “অবসর নিয়ে মাথাব্যাথা নেই!” আইপিএল ফাইনালে উঠে কী বললেন ধোনি?
ম্যাচের পর দীপক চাহার বলেছেন, "আমি পাথিরানাকে বলেছিলাম, শ্রীলঙ্কান অর্থমূল্যে আমরা ৯ কোটি টাকা পাব। কনওয়েকে (ডেভন কনওয়ে) এই একই অর্থ আমি নিউজিল্যান্ড ডলারে বলেছি।"
সে অর্থ হোক কিংবা নিজের প্রতিভাকে তুলে ধরার জেদ, মাথিশা পাথিরানা নিজেকে এক অন্য মাত্রায় তুলে ধরেছেন এবারের আইপিএলে।