এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে অভিষেক করেন অলরাউন্ডার আমান খান। চোট পাওয়া রাশিখ সালামের পরিবর্তে একাদশে সুযোগ পান ২৫ বছরের এই মুম্বইকার। সদ্য আইপিএল নিলামে ২০ লক্ষ টাকা দিয়ে আমানকে কিনেছিল কলকাতা।
তবে কে এই আমান খান? মুম্বইয়ের এই অলরাউন্ডার ক্রিকেটের প্রতি এই ভালোবাসা পেয়েছেন তার বাবার কাছ থেকে, যিনি মুম্বইয়ের স্থানীয় ক্রিকেটে খেলে গিয়েছেন। কিন্তু আমানের বাবা চাইতেন ছেলে ফাস্ট বোলার হোক। এর ফলে শুরুর দিনে বল করার সেরকম সুযোগই পেতেন না আমান।
তবে একটি পথ দুর্ঘটনা পুরো কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় আমানের। সেই দুর্ঘটনায় আমানের উরু ও গোড়ালিতে চোট আসে। কিন্তু তা সত্ত্বেও পরের দিন একটি স্থানীয় অনুর্ধ্ব ১৪ টুর্নামেন্ট খেলেন এবং ৬০ রান করেন। এবং এই ইনিংসে খুশি হয়েছিলেন কোচ প্রবীণ আমরে। আর সেই ইনিংসের পর, চার নম্বরে ব্যাট করতে শুরু করেন আমান, যার পর তিনি ওপেন করতে থাকেন।
২০২০-২১ মরশুমে মুম্বইয়ের সিনিয়র দলের হয়ে অভিষেক করেন আমান। গত ছয় বছর ধরে বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে ট্রায়াল দেন আমান। তবে বর্তমান কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সাথে প্রচুর ক্রিকেট খেলেছেন আমান। ২০১৮ সালে মুম্বই টি২০ লিগে ৪৭ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন আমান, যেখানে শ্রেয়াস আইয়ারের সাথে ১২৭ রানের জুটি গড়েন তিনি।
সেই ছয় বছরের পরিশ্রম ও অধ্যাবসায়ের অবসান ঘটালেন আমান নিজেই। আশা করা যায়, কলকাতা নাইট রাইডার্সের হয়ে আগামী ম্যাচগুলিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন আমান।