এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স দলের অনেক নতুন সদস্যের মধ্যে একজন হলেন আংক্রিশ রঘুবংশী। ২০২২ সালে ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের অংশ ছিলেন তিনি। এই বছরের অক্টোবরে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অভিষেক হয় আংক্রিশের। তারপর বিজয় হাজারে ট্রফির লিস্ট ‘এ’তে তার অভিষেক হয়।
কে এই আংক্রিশ রঘুবংশী? আসুন দেখে নেওয়া যাক।
২০০৫ সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন আংক্রিশ। তিনি একজন ডানহাতি ব্যাটার এবং বাঁহাতি অফ স্পিনার। মুম্বাইয়ের অলরাউন্ডার কোচ অভিষেক নায়েরের তত্ত্বাবধানে একপ্রকার তাঁর খেলোয়াড়ি জীবন শুরু। উইলসন কলেজ জিমখানাতে আংক্রিশের ট্রায়াল দেখে মুগ্ধ হন নায়ার।
পরে আংক্রিশের মামা সাহিল ক্রুকেজা, যিনি আগে মুম্বাইয়ের ওপেনার ছিলেন তিনি নায়ারকে তার ভাইপোর কথা বলেন। মুম্বাইতে নিজের ফ্ল্যাটেতে তার থাকার ব্যবস্থা করে দেন নায়ার। তাই মাত্র ১১ বছর বয়সে দিল্লি থেকে মুম্বাই চলে আসেন আংক্রিশ। ইতিমধ্যেই আংক্রিশ বহু জায়গায় বলেছেন যে অভিষেক স্যার তার কাছে গুরু, শিক্ষক, কোচ সবই।
আংক্রিশের পরিবারের সাথে ক্রীড়াজগতের সম্পর্ক গভীর। তাঁর বাবা অভিনাশ টেনিসে এবং মা মল্লিকা ভলিবলে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন।
আরও পড়ুন- শাহরুখ খানের নকল করলেন বায়ার্ন মিউনিখের ফুটবলাররা
তরুণ এই প্রতিভাকে রোহিত শর্মার সাথে তুলনা করেন ক্রিকেট মহলের অনেকেই। তবে হঠাৎ রোহিত শর্মার সাথে তাঁর কেন তুলনা হল? তাও কিনা তাঁর কেরিয়ারের প্রাথমিক পর্যায়ে! হ্যাঁ, এমনই এক বক্তব্য রেখেছেন মুম্বাইয়ের অনূর্ধ্ব ১৯ দলের নির্বাচক অতুল রানাডে। তিনি বলেছেন আংক্রিশ ব্যাট করলে তরুণ রোহিত শর্মার কথা মনে পড়ে। রোহিতের ব্যাটিংয়েও এরম ছন্দ ছিল। ওর মধ্যে আবার কিছুটা ওয়াসিম জাফরের মতো ব্যাটিং ছন্দ রয়েছে বলে জানিয়েছেন অতুল রানাডে।
আরও পড়ুন- মুম্বই ইন্ডিয়ান্সের নতুন সদস্য নুয়ান থুসারা: দ্য ‘জুনিয়র লাসিথ মালিঙ্গা’!
মাত্র ১৮ বছর বয়সে আক্রমণাত্মক ব্যাটার হিসেবে ইতিমধ্যেই নামও করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে ২২ গজে নামেন আংক্রিশ। ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়েই তিনি কোচ এবং ক্রিকেট অনুরাগীদের থেকে যথেষ্ট সুনাম অর্জন করছেন।
এখনও পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি ম্যাচ এবং পাঁচটি লিস্ট ‘এ’র ম্যাচ খেলেছেন আংক্রিশ রঘুবংশী। ম্যাচগুলিতে তিনি তাঁর প্রতিভার প্রতি সুবিচার করেছেন। সুতরাং মাত্র ২০ লাখ টাকার বিনিময় কলকাতা নাইট রাইডার্স দল পেয়ে যায় আংক্রিশ রঘুবংশীর মতো এক তরুণ প্রতিভাসম্পন্ন খেলোয়াড়। ২০২৪ আইপিএলে আংক্রিশ নিজেকে কতটা প্রমাণ করতে পারবেন সেই অপেক্ষাতেই রয়েছে ভারতীয় ক্রিকেট মহল।