আইপিএলে আম কান্ড! নবীনকে খোঁচা মুম্বইয়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বুধবার চিপকের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৮১ রানে বড় পরাজয়ের সম্মুখীন হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছেন লখনউ সুপার জায়ান্টসের আফগান বোলার নবীন উল হক। সৌজন্যে ফলের রাজা আম!
ঘটনার সূত্রপাত হয় গ্রুপ পর্যায়ের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে বিরাট কোহলির ১ রানে আউট হওয়ার পর থেকে। বিরাট আউট হতেই নবীন সোশ্যাল মিডিয়ায় আমের ছবি পোস্ট করে লিখেছিলেন "মিষ্টি আম"। আর এই পোস্টেই রেগে যান বিরাট ভক্তরা।
আরও পড়ুন- ইঞ্জিনিয়ারিংয়ের কাজ ছেড়ে আইপিএলে শিল্প দেখাচ্ছেন রুরকির আকাশ মাধওয়াল
আরসিবি সমর্থকরা অপেক্ষায় ছিলেন লখনউয়ের আইপিএল থেকে ছিটকে যাওয়ার। এবং এলিমিনেটর ম্যাচে লখনউ দলের বিপর্যয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় ঘটে যায় আমকান্ড।
আরও পড়ুন- ইঞ্জিনিয়াররা তাড়াতাড়ি শিখতে জানে! লখনউকে হারিয়েও বিনয়ী আকাশ মাধওয়াল
যদিও ঘটনাচক্রে এই ম্যাচে নবীন বল হাতে বেশ সাবলীল ছিলেন। ৪ ওভার বল করে ৩৮ রানে ৪ উইকেট নেন তিনি। কিন্তু লখনউয়ের ব্যাটাররা মুম্বইয়ের আকাশ মাধওয়ালের সামনে রীতিমত আত্মসমর্পন করে।
বিরাট সমর্থকদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আম নিয়ে নবীনকে ট্রোলে সামিল হন মুম্বই দলের তিন ক্রিকেটারও।
সন্দীপ ওয়ারিয়র ম্যাচ শেষে একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় সন্দীপ, বিষ্ণু বিনোদ এবং কুমার কার্তিকেয় একটি টেবিলের সামনে বসে আছেন। টেবিলে ৩ টি আম রাখা। এবং মুম্বইয়ের এই তিন ক্রিকেটার চোখে, মুখে এবং কানে আঙুল দিয়ে আছেন। ক্যাপশনে লেখা আমের মিষ্টি মরশুম। যদিও এই পোস্টটি পরবর্তীকালে ডিলিট করে দেন ওয়ারিয়র।