এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার চিপকে বিশ্বকাপ ২০২৩-এ দুরন্ত উপায়ে শুরু করল ভারত। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় ভারত। তবে এই জয়ে বড় ভূমিকা রেখেছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। নিজের বাম হাতি স্পিনে তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে ভেঙেছেন জাদেজা।
আরও পড়ুন - ওড়িশার বিরুদ্ধে জিতে সন্তোষ ট্রফিতে দুরন্ত শুরু বাংলার
একটা সময়ে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ অস্ট্রেলিয়াকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছিলেন। কিন্তু জাদেজা আসার পর একে একে স্মিথ, মার্নাস লাবুশানে ও অ্যালেক্স ক্যারির উইকেট নেন। ফলে অস্ট্রেলিয়া ১১০/২ থেকে ১১৯/৫ স্কোরে চলে আসে।
ম্যাচের পর জাদেজা জানিয়েছেন, স্মিথের উইকেটটিই আসল টার্নিং পয়েন্ট। এই নিয়ে ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে জাদেজা বলেছেন, "আমার মনে হয় ওটাই টার্নিং পয়েন্ট। যখন আপনি স্টিভ স্মিথের মত একজনের উইকেট পান, তারপর নতুন কোনও ব্যাটারের পক্ষে এসেই স্ট্রাইক রোটেট করা সহজ নয়। সেখান থেকে, ওরা ১১৯/৩ থেকে ১৯৯ রানে অল আউট হয়ে যায়। আমার মনে হয়, ঐ উইকেটটাই টার্নিং পয়েন্ট ছিল।"
আরও পড়ুন - অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত
"বলা বাহুল্য, চেন্নাইয়ের উইকেট আমার পরিচিত থাকায় সেটি অনেক সাহায্য করেছে। আমি এখানে ১০-১১ বছর খেলে এসেছি, তাই আমি এই মাঠের পরিস্থিতি জানি। তাই আমার মনে হয় দলে আমি যেটুকু অবদান দিতে পেরেছি সেটি নিয়েই আমি খুশি থাকতে চাই।"
এদিকে ভারতের ব্যাটিং ইনিংসে শুরুতে তিন উইকেট পড়ে যাওয়ার পর ড্রেসিংরুমে কি অবস্থা ছিল? এই নিয়ে জাদেজা বলেছেন, "যখন কয়েক ওভারে আপনার তিনটি উইকেট পড়ে যায়, তখন একটু হলেও আপনি চিন্তায় পড়বেন। কিন্তু আমরা বিরাট আর রাহুলকে চিনি, ওরা দলের হয়ে এত বছর ধরে এই কাজ করে এসেছে। তাই, আমার মনে হয় না কেউ খুব বেশি চিন্তিত ছিল। তবে হ্যাঁ, সৌভাগ্যজনকভাবে, ওরা খুব ভালো খেলেছে, ওরা পরিস্থিতিটি ভালোমত বুঝেছে এবং খেলাটিকে শেষ অবধি নিয়ে গিয়েছে।"
আরও পড়ুন - এভারেস্ট বিজয়ী পিয়ালি বসাকের কাতর মিনতি সরকারের কাছে! মা’কে বাঁচান
শেষে, অশ্বিন ও কুলদীপের সাথে নিজের ভূমিকা নিয়ে জাদেজা বলেছেন, "সেরকম কোনও ভূমিকা নেই। আমরা চেষ্টা করেছি যত বেশি সম্ভব উইকেট নেওয়ার। এই ধরণের উইকেটে, তিনজনকেই ভাবতে হবে যে আমায় বেশি উইকেট নিতে হবে, তাই না? এটাই মাথার মধ্যে ঘোরে। আর যদি ওরা এটাই ভাবে, তাহলে তাতে কোনও ভুল নেই। যদি সবাই এমন করে ভাবে, তাহলে ভালোই। প্রতিপক্ষ দল দ্রুত অল আউট হয়ে যাবে।"