প্রিমিয়ার এ-বি ডিভিশন মিশবে? গুরুত্বপূর্ণ বৈঠক আইএফএ-তে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা লিগের প্রিমিয়ার এ ও প্রিমিয়ার বি ডিভিশন এক হয়ে যাওয়ার জল্পনা গত বেশ কয়েক দিন ধরে ঘুরে বেড়াচ্ছে। সম্ভাবনা রয়েছে, এই দুই ডিভিশনকে এক করে দিয়ে লম্বা লিগ করার।
আরও পড়ুন - মহিলা আইএফএ শিল্ডের প্রথম ম্যাচেই বড় জয় পেল ইস্টবেঙ্গলের মেয়েরা
আগামী মঙ্গলবার অর্থাৎ ৩০ মে জরুরি বৈঠক ডেকেছে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ। সেখানে আলোচিত হবে, কিভাবে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন খেলা হবে। আর এই আলোচনার অন্যতম ইস্যু হল প্রিমিয়ার এ ও প্রিমিয়ার বি ডিভিশন এক করে দেওয়ার।
গত বছর দুই ডিভিশনের একাধিক ক্লাব এই সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছিল আইএফএকে। এমনকি, শোনা যাচ্ছে আইএফএর একটি অংশ এই প্রস্তাবের পক্ষে রয়েছে। তবে প্রিমিয়ার এ ডিভিশনের একাধিক ক্লাব অখুশি এই প্রস্তাবে। এসবের উত্তর হয়ত মিলবে মঙ্গলবার।