আর কি কলকাতার হয়ে খেলতে পারবেন লিটন দাস? এল বড় আশঙ্কা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যা সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে এই মরশুমে হয়ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর কোনও ম্যাচ খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। কিন্তু কেন? এর পিছনে রয়েছে তারই সতীর্থের কাজ!
সেই সতীর্থ হলেন জেসন রয়। বুধবার চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২৯ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন রয়। এর ফলে পরিষ্কার, লিটন দাসের পক্ষে সুযোগ পাওয়া অত্যন্ত কঠিন হয়ে গেল।
শুধু জেসন রয়ের ফর্মই নয়, আগামী ৫ মে থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য পরের মাসের শুরুতেই কলকাতা শিবির ছাড়তে হবে লিটনকে। ফলে এর মধ্যে যদি না কোনও বিদেশী চোট পান, তাহলে লিটনের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা অনিশ্চিত।
কেকেআরের হয়ে মাত্র একটি ম্যাচেই সুযোগ পেয়ে নিরাশ করেন লিটন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট হাতে মাত্র চার রান, আর কিপিংয়ে দুটি স্টাম্পিং মিস ও একটি রান আউটের সুযোগ হাতছাড়া করেন তিনি।
এদিকে জেসন রয়ের কথা বললে, দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। ইংরেজ এই তারকা ব্যাটার দিল্লির বিরুদ্ধে ৩৯ বলে ৪৩, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২৬ বলে ৬১, আর গত ম্যাচে আরসিবির বিরুদ্ধে ঝোড়ো অর্ধশতরান হাঁকেন। ওপেনিং স্লট নিয়ে ঝঞ্ঝাটে থাকা নাইট বাহিনীর হয়ে গত ম্যাচে নারায়ণ জগদীশন ও জেসন রয় দুর্দান্ত ব্যাটিং করেছেন। ফলে রয়ের ওপেনিংয়ে থাকাটা একপ্রকার নিশ্চিত।