ডুরান্ডের বড় ম্যাচে কি সিনিয়র দল নিয়ে নামবে মোহনবাগান?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আসন্ন ৩ আগস্ট থেকে শুরু হতে চলেছে ঐতিহাসিক ডুরান্ড কাপ। ইতিমধ্যে খসড়া সূচি প্রকাশ্যে এসেছে বাংলার তিন প্রধানের। ডুরান্ড কাপ খেলতে চলেছে মোহনবাগান। তবে কলকাতা লিগে যে দল খেলছে সবুজ মেরুণ জার্সিতে অর্থাৎ মোহনবাগানের অনূর্ধ্ব-২৩ ডেভেলপমেন্ট দল, সেই দলই কি ডুরান্ড কাপ খেলবে? নাকি জুয়ান ফেরান্দোর নেতৃত্বে মোহনবাগানের সিনিয়র দল খেলবে? সেই নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশার।
খবর অনুযায়ী, ডুরান্ড কাপে মোহনবাগানের কোন দল খেলবে তা সম্পূর্ণ নির্ভর করছে সূচির উপর। সূচি নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে মোহনবাগানের। কারণ মোহনবাগানকে যে সূচি প্রথমে পাঠানো হয়েছিল তাতে বড় ম্যাচের তারিখ ছিল ১১ আগস্ট। যা পরিবর্ত হয়ে ১২ আগস্ট হয়। অন্যদিকে ১৬ তারিখে মোহনবাগানের এএফসি কাপের ম্যাচ রয়েছে।
আরও পড়ুন- আয়ারল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে সুযোগ পেতে পারেন রিংকু সিং ও রুতুরাজ গায়কোয়াড়
১১ তারিখের ম্যাচ ১২ তারিখে সরে যাওয়ায় সমস্যায় পরেছে মেরিনার্সরা। কারণ ১২ তারিখ খেলা হলে ১৩ তারিখ দলের রিহ্যাব চলবে। অর্থাৎ ১৬ তারিখের ম্যাচের আগে জুয়ান ফেরান্দো মাত্র ২দিন সময় পাবেন তাঁর দলকে এএফসি কাপের জন্য প্রস্তুত করতে। সুতরাং সূচির উপর নির্ভর করছে ডুরান্ড কাপে মোহনবাগানের সিনিয়র দল খেলবে কি খেলবে না।
অন্যদিকে শোনা যাচ্ছে যে, ডুরান্ড কাপের আয়োজকদের মোহনবাগানের তরফে বেশ কিছু সমস্যা নিয়ে একটি আবেদনপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল ডুরান্ড কাপের ম্যাচের টিকিট। গত মরশুমে টিকিটের চাহিদা মেটাতে হিমিশিম খেতে হয়েছিল। তাই এবার টিকিটের ব্যবস্থা আগের থেকে করার অনুরোধ জানিয়েছে মোহনবাগান কর্তৃপক্ষ। এছাড়াও আরও কয়েকটি বিষয় নিয়ে আবেদনপত্র জমা দিয়েছে মোহনবাগান।