এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বিশ্বকাপের পর রোহিতের নেতৃত্ব নিয়ে ক্রিকেট মহলেও ঘুরছে নানা প্রশ্ন। তিনি কি আর নেতৃত্ব দেবেন ভারতীয় দলকে? প্রশ্ন উঠছে। এরই মধ্যে টি-টোয়েন্টি ম্যাচে আপাতত বিশ্রামে রাখা হয়েছে রোহিত শর্মাকে। তবে বিশ্রাম ভেঙে রোহিতকে কি আবার দেখা যাবে দলের অধিনায়ক হিসেবে? চলুন দেখে নেওয়া যাক।
আরও পড়ুন - হারের হ্যাটট্রিক হলো সবুজ মেরুনের! জবাবদিহি দিলেন ফেরান্ডো
চোটের কারণে হার্দিক পান্ডিয়া, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদবকে দল থেকে বাদ দিতে এখনো দ্বিধায় আছেন দলের নির্বাচকরা। তবে গোড়ালির চোট সেরে ওঠার পথে রয়েছেন হার্দিক পান্ডিয়া। রোহিতের অনুপস্থিতিতে তিনিই এখন অধিনায়কের আসনের প্রথম নির্বাচন। তবে রুতুরাজ গায়কয়াড়, সূর্যকুমার যাদবরা এখনো চোট সেরে উঠতে পারেননি।
অতিরিক্ত খেলার জন্য বিশ্রাম দিতে হবে রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাহকে। তাদের ওপর অতিরিক্ত চাপ পড়ে যাবে। অতএব রোহিত শর্মাই একমাত্র বিকল্প। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে বিশ্রামে রাখা হয়েছিল। ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার তাকে অধিনায়কের ব্যাটন নিতে দেখা যাবে কিনা তা নিয়ে দ্বন্দ্বে আছেন নির্বাচকরা।
আরও পড়ুন - হারের হ্যাটট্রিক! শিল্ড জয়ের দৌড়ে পিছিয়ে গেল মোহনবাগান
অবশ্য কিছু ইঙ্গিত পূর্ণ খবর পাওয়া গেছে রোহিতের দলে ফেরা নিয়ে। তিনি বক্সিং ডে টেস্টের আগে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে যে কোন ধরনের ফরম্যাটে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। কিছুদিন পরে আফগানিস্তান-ভারত টি টোয়েন্টি ম্যাচের দল ঘোষণা করা হবে আশা করা যাচ্ছে।
সিরিজ হিসেবে এই ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজটি ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। কারণ ২০২৪ সালের বিশ্বকাপের আগে শেষ দিপাক্ষিক সিরিজ হল এটি। সুতরাং বর্তমানে টি-টোয়েন্টিতে ভারতের দক্ষতা কতটা তার প্রতিফলন দেখা যাবে এই সিরিজে।