এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ ২০২৩-এর শুরুটা দুর্দান্তভাবে করেছে ভারত। প্রথমে দুরন্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে অলআউট, আর তারপর প্রাথমিক ধাক্কা সামলে কেএল রাহুল ও বিরাট কোহলির দুরন্ত ব্যাটিংয়ে জয় পায় ভারত।
আরও পড়ুন - কোন জায়গাতে অস্ট্রেলিয়াকে হারের পথ দেখিয়েছে ভারত? উত্তর দিলেন রবীন্দ্র জাদেজা
কিন্তু ডেঙ্গুর কারণে পুরো ফিট না হওয়ায় অস্ট্রেলিয়া ম্যাচ খেলেননি শুভমন গিল। যার ফলে প্রশ্ন উঠছে, আগামী ১১ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে কি খেলবেন গিল?
যা খবর, তাতে হতাশই হবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। মঙ্গলবার দলের সাথে দিল্লি যাননি শুভমন। চেন্নাইয়ে থেকে দলের মেডিকাল টিমের কাছে পর্যবেক্ষণে থাকবেন তিনি। ফলে সম্ভাবনা রয়েছে, অস্ট্রেলিয়া ম্যাচের মত আফগানিস্তান ম্যাচেও অনিশ্চিত গিল।
আরও পড়ুন - ওড়িশার বিরুদ্ধে জিতে সন্তোষ ট্রফিতে দুরন্ত শুরু বাংলার
প্রথম ম্যাচে গিলের পরিবর্তে খেলা ইশান কিশান ব্যাট হাতে নজর কাড়তে পারেননি। শূন্য রানে প্রথম ওভারেই মিচেল স্টার্কের বলে আউট হন এই তরুণ উইকেটকিপার-ব্যাটার। যার ফলে শুভমন গিলের অভাব আরও বেশি করে ভাবছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।