সোনার ইতিহাস গড়বেন? বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নামছেন নীরজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: অলিম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়া শুক্রবার বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ জ্যাভলিন ইভেন্টে ভারতকে নেতৃত্ব দেবেন। নীরজ, ডিপি মনু এবং কিশোর জেনার সাথে, আগামী মাসে শুরু হওয়া হ্যাংজু এশিয়ান গেমসের আগে এটি একটি কঠিন চ্যালেঞ্জ তাঁর কাছে।
আরও পড়ুন: দাবা বিশ্বকাপে রানার্স প্রজ্ঞানন্দ
২৫ বছর বয়সী নীরজের লক্ষ্য আগামী বছর প্যারিস অলিম্পিকে তাঁর শিরোপা ধরে রাখা। টোকিও অলিম্পিকে সোনা জিতে এবং গত বছর ডায়মন্ড লিগের ফাইনালে পুরুষদের জ্যাভলিন ইভেন্টে ভারতের প্রথম অ্যাথলেটিক হিসেবে সোনা জিতে তিনি এখনও পর্যন্ত তাঁর খেলোয়াড় জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এছাড়াও নীরাজ ইউজিনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম রূপো পদক জয়ী হয়েছিলেন।
৩৭ জন অন্যান্য প্রতিপক্ষের সাথে গ্রুপ A-তে প্রতিদ্বন্দ্বিতা করে, নীরজ ৯০ মিটার অতিক্রম করে ইতিহাসে তাঁর নাম খোদাই করতে চায়। মরসুমের সেরা ৮৮.৬৭ মিটার থ্রোতে তৃতীয় স্থানে থাকা সত্ত্বেও, নীরজ তাঁর সম্ভাবনার উপর আত্মবিশ্বাসী।