এই দিনেই জানা যাবে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সূচি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে। তবে কোন মাঠ কোন ম্যাচ পাবে, ভারতের ম্যাচগুলি কোন কোন মাঠে পড়বে - এই নিয়ে ভাবনায় রয়েছে সকলে। তবে আগামী কয়েক দিনের মধ্যে এই ভাবনার অবসান হবে।
শনিবার বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভার পর সচিব জয় শাহ জানিয়েছেন, লন্ডনে হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সময়ে ভেন্যু ও সূচি ঘোষণা করা হবে।
পাশাপাশি জয় শাহ জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে আসন্ন এশিয়া কাপ আয়োজনকে ঘিরে যে জটিলতা, তারও সুরাহা হয়ে যাবে। দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকের পর সমাধান আসতে পারে।
আরও পড়ুন - মোহনবাগানের সাথে ভারতে খেলার ইচ্ছাপ্রকাশ করল দক্ষিণ আমেরিকার এই শতাব্দীপ্রাচীন ক্লাব
প্রায় ১৫টি স্টেডিয়ামকে তালিকাভুক্ত করা হয়েছে। এই স্টেডিয়ামগুলিতে দর্শকদের ন্যুনতম পরিষেবার জন্য পরিকাঠামোগত উন্নতি করতে হবে। পাশাপাশি আরও কিছু স্টেডিয়ামকেও যোগ করা হবে এই তালিকায়। এর দায়িত্ব দেওয়া হবে গ্রান্ট থর্নটনকে।
এদিকে আগামী সপ্তাহের মধ্যে বিসিসিআই বেশ কিছু কমিটি তৈরি করবে। এই কমিটিগুলি ২০২৩ বিশ্বকাপের আয়োজন, মহিলা প্রিমিয়ার লিগ সহ শ্লীলতাহানি প্রতিরোধের নীতি নির্ধারণের কাজ করবে।
সব শেষে, বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি রাজ্য সংস্থাকে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এবং ক্রীড়াবিজ্ঞান ও স্পোর্টস মেডিসিন টিম নিযুক্ত করতে হবে। আর এর প্রার্থীদের নির্বাচন করবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি।