ঘরের মাঠে বিশ্বকাপকে কঠিন চ্যালেঞ্জ মানছেন রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মঙ্গলবার আইসিসির তরফে আসন্ন ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের জন্য সময় সূচি প্রকাশ করা হয়েছে। তৃতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামতে চলেছে ভারত। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রোহিতবাহিনী। তার আগে ভারতীয় অধিনায়ক জানিয়েছেন যে আসন্ন ক্রিকেট বিশ্বকাপ অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হতে চলেছে। এর কারণ হিসাবে তিনি বলেছেন বর্তমান ক্রিকেট অনেক বেশি দ্রুত গতির হয়ে উঠেছে।
আরও পড়ুন- পুজোর আনন্দের সাথে বিশ্বকাপের উন্মাদনাও উপভোগ করবে বাঙালি
আইসিসিকে রোহিত জানিয়েছেন যে, "এই বিশ্বকাপ অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হতে চলেছে কারণ খেলা গুলি এখন দ্রুত গতিতে হয় এবং দলগুলি আগের থেকে অনেক বেশি ইতিবাচক খেলে।" এর সাথে তিনি যোগ করেছেন, "আমরা ভালো প্রস্তুতির লক্ষ্যে রয়েছি এবং অক্টোবর- নভেম্বর মাসে নিজেদের সেরা জায়গায় পৌঁছাতে চাই।"
ভারত মোট ৯ টি গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলবে। কলকাতা, মুম্বই, দিল্লি, লখনউ এবং বেঙ্গালুরুতে হবে এই ম্যাচগুলি।
সেমিফাইনালে উঠলে ভারত খেলবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে ভারত যদি সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয় তবে রোহিত শর্মার দল খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে।