বিশ্বমঞ্চে নির্বাসিত ভারতীয় কুস্তি ফেডারেশন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আশঙ্কাই সত্যি হল। ভারতীয় কুস্তি ফেডারেশনকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। বাধ্যতামূলকভাবে নির্বাচন না আয়োজন করার জন্য এমন কঠোর সিদ্ধান্ত নিল ইউভিডব্লু।
আরও পড়ুন - ভারতে যুজবেন্দ্র চাহালের থেকে ভালো কোনও স্পিনার নেই, স্পষ্ট বার্তা হরভজন সিংয়ের
ইতিমধ্যেই একাধিক বিতর্কের মধ্যে দিয়ে গিয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশন, যার ফলে নির্বাচন ক্রমেই পিছিয়ে গিয়েছে। চলতি বছরের জুনে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় কুস্তিগিরদের প্রতিবাদ ও আইনি সমস্যার জেরে বারবার সেই নির্বাচন পিছিয়ে গিয়েছে।
ভুপেন্দর সিং বাজওয়ার নেতৃত্বে একটি অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছিল, যাদের ৪৫ দিনের ডেডলাইন দেওয়া হয়েছিল ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করার জন্য। কিন্তু সেটি করতে তারা ব্যর্থ হয়। এর ফলে নির্বাসনের কড়া সিদ্ধান্ত নেয় ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।
আরও পড়ুন - হাতের মুঠোয় চাঁদ, ISRO-র বিজ্ঞানীদের শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রীড়াবিদরা
এর ফলে ভারতীয় কুস্তিগিরদের নিরপেক্ষ অ্যাথলিটের তকমা নিয়ে বিশ্বমঞ্চে খেলতে হবে। তারা ভারতের পতাকার অধীনে আপাতত খেলতে পারবে না। তবে আগামী ২৩ সেপ্টেম্বর চীনের হাংঝাউতে হতে চলা এশিয়ান গেমসে ভারতের হয়েই খেলবেন কুস্তিগিররা, যেহেতু এদের নাম ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন পাঠিয়েছিল, ভারতীয় কুস্তি ফেডারেশন নয়।