বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ফারাক গড়ে দেবে এই তিনটি লড়াই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্বের দুই অন্যতম সেরা ক্রিকেটীয় দেশের মধ্যে হবে এই লড়াই।
কিন্তু কারা ছিনিয়ে নেবে এই ট্রফি? এই নিয়ে নানা মুনির নানা মত। এই পরিস্থিতিতে এই দুই দলের মধ্যেকার লড়াই ছাড়াও এই তিন ব্যক্তিগত স্তরের লড়াই পার্থক্য গড়ে দেবে খেতাব কার হবে।
সব থেকে উল্লেখযোগ্য লড়াই হবে এই দুই সুপারস্টারের মধ্যে। এক দিকে বিরাট কোহলির অফ স্টাম্পে খোঁচা মারার দূর্বলতাকে কাজে লাগাবেন অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্স, অন্যদিকে কোহলিও মরিয়া থাকবেন কামিন্সের গতিকে ব্যবহার করে আক্রমণে যেতে।
আইপিএল ২০২৩ এর হতাশাজনক ফর্ম ভুলে ভালো পারফর্ম করতে চাইবেন রোহিত শর্মা। অন্যদিকে লাল বলে কতটা বিপজ্জনক মিচেল স্টার্ক, তা বলার অপেক্ষা রাখে না। বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে রোহিতের দূর্বলতা সকলের জানা। ফলে মিচেল স্টার্কের বিরুদ্ধে ভারত অধিনায়কের লড়াইটা দেখার মত হবে।
অস্ট্রেলিয়ার সুপারস্টার ব্যাটার স্টিভ স্মিথকে আউট করা সব থেকে বড় লক্ষ্য হবে ভারতের বোলারদের জন্য। আর এই গুরুদায়িত্ব নিতে হবে মহম্মদ শামিকে। ইংল্যান্ডের পরিবেশ শামির বোলিংয়ের জন্য উপযুক্ত, ফলে স্মিথকে আউট করতে গেলে শামিকে বাড়তি দায়িত্ব নিতে হবে।