“মাতৃত্বকেও সঙ্গে নিয়ে চ্যাম্পিয়ন হওয়া যায়” - সফলতার কোন মন্ত্র জানালেন মেরি কম?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে ভারতের সবচেয়ে বড় ক্রীড়া সম্মেলন। ট্রেইলব্লেজারস ২.০। এই সম্মেলনে উপস্থিত রয়েছেন ভারতের একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। উপস্থিত আছেন প্রখ্যাত বক্সার মেরি কম। মহিলা দিবসের দিনে মাতৃত্বকে নিয়েও চ্যাম্পিয়ন হবার কোন সফল মন্ত্র জানালেন তিনি? চলুন দেখে নেওয়া যাক।
“দুই সন্তানের মা হওয়া সত্যিই এক কষ্টকর সংগ্রাম”, জানালেন মেরি। “তাদেরকে সামলানো সত্যিই অনেক সময় দুঃসাধ্য হয়ে পড়ে। মাঝে মাঝে রাতেও ঘুম থেকে উঠতে হতো। অনেক প্রতিকূল অবস্থার মোকাবিলা করতে হয়েছে।” এও জানান তিনি।
আরও পড়ুন: IFA কলকাতা লিগের ট্রফি তুলে দিতে চাইলেও মহামেডানের আসা নিয়ে সংশয়! বিস্তারিত জানুন
মেরি বলেন,“তখনই আমি আমার ক্যারিয়ারের কথা ভাবতাম। তখন মনে হতো কেন পারব না? আমি পারবো!” মনের জোর থাকলে সবকিছুই করা সম্ভব। “ভেতরে সব সময় লক্ষ্য জয়ের জন্য ক্ষুধার্ত থাকা দরকার।” নইলে কোন কিছুই সম্ভব নয়।” ক্রীড়া সম্মেলনে এমনটাই বলেছেন অলিম্পিক জয়ী এই বক্সার। মাতৃত্ব কে নিয়েও যে অলিম্পিকে সফলতার স্বাদ পাওয়া যায়, তা যেন অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিলেন মেরি কম।