বাংলার বিশ্বচ্যাম্পিয়নদের ৫ লাখ টাকা করে দেবে রাজ্য সরকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অনুর্ধ ১৯ টি-২০ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল ভারত। সেই দলের চারজন বঙ্গসন্তান দেশের মুখ উজ্জ্বল করল। সল্টলেকের উন্নয়ন ভবনে ক্যাবিনেট মিটিং (মন্ত্রিসভার ৩৭ তম অধিবেশন) অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তারপর মাননীয়া মুখ্যমন্ত্রী U-19 ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক শেফালী ভার্মা সহ তাঁর দলের সমস্ত খেলোয়াড়দের “বিশ্বকাপ চ্যাম্পিয়ন” হবার জন্য হার্দিক অভিনন্দন জানান এবং তাঁদের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ।

এই ভারতীয় দলে বাংলার ৩জন  খেলোয়াড় – রিচা ঘোষ, তিতাস সাধু, হৃষিতা বসু  ও বোলিং কোচ রাজীব দত্ত সহ চারজনকেই ৫ লক্ষ টাকা করে দেবার কথা ঘোষণা করেন।  তাঁরা ফিরে এলে তাঁদের সম্বর্ধিত করা হবে। রাজ্য ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে। জানানো হল ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অফিস থেকে।