অনন্য সম্মান পেলেন রোহিত শর্মা, অমর হয়ে থাকবে তাঁর নাম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মহেন্দ্র সিং ধোনির পর তিনিই একমাত্র অধিনায়ক, যিনি ভারতকে দুটি আইসিসি ট্রফি দিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়ে ৫টি আইপিএল ট্রফি দিয়েছেন। সেই রোহিত শর্মাকে এবার বিশেষ সম্মান দিতে চলেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম হবে হিটম্যানের নামে।
বেশ কয়েক দিন আগে রোহিতের নামে ওয়াংখেড়ে স্ট্যান্ড নামকরণের প্রস্তাব এসেছিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে। গত মঙ্গলবার বার্ষিক সাধারণ সভায় সেই প্রস্তাব পাশ করা হয়েছে। জানা গিয়েছে, দিভেচা প্যাভিলিয়ন লেভেল ৩ এর নাম রাখা হবে রোহিত শর্মা স্ট্যান্ড।
তবে শুধু রোহিত নয়, শরদ পাওয়ার ও অজিত ওয়াদেকারের নামেও স্ট্যান্ড নামকরণ হবে। বলা বাহুল্য, এর আগে ওয়াংখেড়েতে সুনীল গাভাস্কার, শচীন তেন্ডুলকর, বিজয় মার্চেন্ট ও দিলীপ ভেঙ্গসরকারের নামে স্ট্যান্ড রয়েছে।