সুপার কাপ জিততে এই শক্তিশালী দল ঘোষণা করল বেঙ্গালুরু এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অল্পের জন্য আইএসএল খেতাব জেতা হয়নি। এবার কলিঙ্গ সুপার কাপকেই পাখির চোখ করছে বেঙ্গালুরু এফসি, যেখানে জিতলে এএফসিতে খেলার সুবর্ণ সুযোগ রয়েছে।
বুধবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় আসন্ন সুপার কাপের জন্য দল ঘোষণা করল বেঙ্গালুরু। এবং বোঝাই যাচ্ছে, পূর্ণশক্তির দল নিয়েই ভুবনেশ্বর যাচ্ছে জেরার্ড জারাগোজার দল।
গোলকিপার - গুরপ্রীত সিং সান্ধু, সাহিল পূর্না, লালথুয়াম্মাউইয়া রালতে।
ডিফেন্ডার - রাহুল ভেকে, চিঙ্গলসানা সিং, আলেকজান্ডার জোভানোভিচ, মোহামেদ সালাহ, নামগয়াল ভূটিয়া, হর্ষ পালান্ডে, নিখিল পূজারি, নাওরেম রোশন সিং।
মিডফিল্ডার - হর্ষ পাত্রে, সুরেশ সিং ওয়াংঝাম, আলবের্তো নগুয়েরা, সোহম ভার্শনেয়া, পেদ্রো ক্যাপো, শ্রেয়াস কেটকার, লালরেমতলুয়াঙ্গা ফানাই, শিভাল্ডো সিং, ভিনিথ ভেঙ্কটেশ।
ফরোয়ার্ড - রায়ান উইলিয়ামস, শিবাশক্তি নারায়ণন, সুনীল ছেত্রী, এডগার মেন্ডেজ, হোলিচরণ নার্জারি, রোহিত দানু, জর্জে পেরেইরা ডিয়াজ, তাওরেম কেলভিন সিং।