ভারতীয় সেনাবাহিনীর সাথে যুদ্ধক্ষেত্রে যেতে পারেন ধোনি? বেড়েছে সম্ভাবনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পাকিস্তানের সঙ্গে সংঘাতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় সেনাবাহিনী, নিজেদের টেরিটোরিয়াল আর্মিকে সক্রিয় করে দেওয়া হয়েছে। এর ফলে ভারতীয় সেনাবাহিনীকে সহায়তা করার জন্য টেরিটোরিয়াল আর্মির প্রতিটা অফিসার ও তাতে নথিভুক্ত থাকা প্রত্যেক সদস্যকে মোতায়েন করার জন্য সেনাপ্রধানকে পূর্ণ ক্ষমতা দিচ্ছে ভারত সরকার।
এই পরিস্থিতিতে বড় প্রশ্ন তৈরি হয়েছে, সেনাবাহিনীর সাথে যুদ্ধক্ষেত্রে যেতে পারেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি? এই মুহুর্তে ভারতীয় টেরিটোরিয়াল আর্মির প্যারাশুটি রেজিমেন্টের লিউটেনেন্ট কর্নেলের সাম্মানিক পদে রয়েছেন ধোনি। সাম্মানিক পদ হলেও যে ক্ষমতা সেনাপ্রধানকে দিয়েছে ভারত সরকার, তাতে ডাক পেলে ধোনিকে হয়ত সীমান্তে যেতে হতে পারে।
যদিও ব্যক্তিগত ক্ষেত্রে ও দেশকে গর্বিত করার সম্মান হিসেবে ধোনিকে এই সাম্মানিক পদ দেওয়া হয়েছিল। সেই কারণে সাম্মানিক পদে থাকা ধোনির মত উচ্চপদস্থ আধিকারিকদের যুদ্ধক্ষেত্রে সাধারণত নামতে হয় না। তবে পরিস্থিতি জটিল হলে সেক্ষেত্রে ধোনিকে প্রয়োজন হতেই পারে।