কোন অঙ্কে এখনও প্লে-অফে পৌঁছতে পারে কেকেআর?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: কেকেআরের হাতে আর মাত্র দুটি ম্যাচ। একটি সানরাইজার্স হায়দরাবাদের আরেকটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে কেকেআরকে এই দুটি ম্যাচই জিততে হবে।
কিন্তু দুটি ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ ১৫ পয়েন্ট হবে, যা প্লে-অফে ওঠার জন্য নিশ্চিত নয়। আরসিবি এবং গুজরাট টাইটান্স ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। পাঞ্জাব কিংসের ১৫ পয়েন্ট, মুম্বাই ইন্ডিয়ান্সের ১৪ পয়েন্ট এবং দিল্লি ক্যাপিটালসের ১১ ম্যাচে ১৩ পয়েন্ট।
কেকেআরের জন্য সুযোগ তৈরি হবে যদি মুম্বাই ইন্ডিয়ান্স তাদের বাকি দুটি ম্যাচ হেরে যায় একই সঙ্গে কেকেআরকে তাদের দুটি ম্যাচ জিতে ১৫ পয়েন্টে পৌঁছাতে পারে। এছাড়াও, দিল্লি ক্যাপিটালস যদি তাদের বাকি তিনটি ম্যাচ হেরে ১৩ পয়েন্টে আটকে থাকে। তাহলেও কেকেআরের জন্য একটি সম্ভাবনা তৈরি হতে পারে। তবে, পাঞ্জাব কিংসের তিনটি ম্যাচ বাকি থাকায় তারাও ১৫ পয়েন্টে পৌঁছে যেতে পারে। এমন পরিস্থিতিতে কেকেআরেরকে ভরসা করতে হবে নেট রান রেটের উপর।
কেকেআরের বর্তমান নেট রান রেট ০.১৯৩, যা তাদের উপরে থাকা পাঁচটি দলের তুলনায় কম। ফলে, নেট রান রেট দৌড়েও কেকেআর পিছিয়ে রয়েছে। সুতরাং প্লে অফে কেকেআরের ওঠার রাস্তা কার্যত অসম্ভব।