আইপিএল ক্রিকেটার 'মোস্ট ওয়ান্টেড', হন্যে হয়ে খুঁজছে পুলিশ, রয়েছে মারাত্মক অভিযোগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলে সুযোগ পেলে যে কোনও ক্রিকেটারের ভাগ্য ঘুরে যায়। কিন্তু আইপিএলে সুযোগ পেয়ে আজ এই ভারতীয় ক্রিকেটার পুলিশের নজরে পড়েছে। অভিযোগ, রাজস্থানের এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সহবাস করেছেন এই ক্রিকেটার।
অভিযুক্ত ক্রিকেটারের নাম শিবালিক শর্মা। ২০২৪ সালে মিনি নিলামে ২০ লক্ষ টাকার বেস প্রাইসে মুম্বাই ইন্ডিয়ান্সে সই করেছিলেন বরোদার এই বাঁহাতি ব্যাটার। তবে সেবার একটিও ম্যাচ খেলতে পারেননি তিনি। জানা গিয়েছে, রাজস্থানের যোধপুরের বাসিন্দা এক তরুণী শিবালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
সেই অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, ২০২৪ সালে শিবালিক যোধপুরে সেই তরুণীর বাড়ি গিয়েছিলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসও করেছেন শিবালিক। এরপর যখন তরুণীর পরিবারকে বরোদায় শিবালিকের পরিবার আমন্ত্রণ জানায়, সেখানে শিবালিকের পরিবার জানায়, ছেলে অনেক মেয়ের সাথে প্রেমের প্রস্তাব পাচ্ছে। এরপর সেই তরুণীর পরিবারকে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর সেই তরুণী শিবালিককে অনেক বোঝানোর চেষ্টা করে, উল্টে সেই তরুণীকে হুমকি দেন শিবালিক।
আইপিএলে খেলার সুযোগ না পেলেও বরোদার হয়ে ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো পারফর্মেন্স করেছেন শিবালিক। কিন্তু সেই শিবালিকের বিরুদ্ধে তরুণী অভিযোগ জানিয়েছে, তাদের এনগেজমেন্টে ২০ লক্ষ টাকা খরচ হয়েছিল।