২০২৫ আইপিএল প্লে-অফ পরিস্থিতি! ১০টি দলের সম্ভাবনা কতোটা? জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কলকাতা নাইট রাইডার্স দল দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করে আইপিএল ২০২৫-এ একটি গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। মরশুমে ধারাবাহিকভাবে ভালো খেললেও শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হেরে গিয়েছে দিল্লি, যা প্লে-অফের ঠিক আগেই তাদের জন্য চিন্তার কারণ। কেকেআরের বিরুদ্ধে দিল্লির এই হার প্লে-অফ রেসকে করে তুলেছে আরও জটিল, কারণ এখন একাধিক সমীকরণ তৈরি হয়েছে চারটি সেমিফাইনাল জায়গা নির্ধারণের জন্য।
যদি এই ম্যাচে ফলাফল উল্টো হতো, তাহলে টেবিলের নিচের দিকে থাকা দলগুলির প্লে-অফ সম্ভাবনা মারাত্মক ধাক্কা খেত। এখন দেখে নেওয়া যাক, কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর কী পরিস্থিতি দাঁড়িয়েছে সবগুলো দলের জন্য—
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)
রজত পাতিদারের নেতৃত্বাধীন বেঙ্গালুরু ইতিমধ্যেই ১৪ পয়েন্ট অর্জন করেছে। এখন তাদের লক্ষ্য টপ-২ নিশ্চিত করা, যাতে ফাইনালে যাওয়ার জন্য দু'টি সুযোগ থাকে। বাকি ৪টি ম্যাচের মধ্যে মাত্র ২টি জিতলেই প্লে-অফ নিশ্চিত।
মুম্বই ইন্ডিয়ান্স (MI)
১০ ম্যাচে ৬ জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। পরপর ৫টি ম্যাচ জয়ী হওয়াটা বিশেষভাবে প্রশংসনীয়। বাকি ৪টি ম্যাচ থেকে ৩টি জিতলেই নিশ্চিতভাবে প্লে-অফে পৌঁছে যাবে। এমনকি ২ জয়েও সুযোগ থাকছে।
গুজরাট টাইটান্স (GT)
৯ ম্যাচে ৬ জয় নিয়ে শুভমান গিলের দল এই মরশুমের অন্যতম ধারাবাহিক পারফরমার। বাকি ৫টি ম্যাচে অন্তত ২টি জিতলেই প্লে-অফে জায়গা পাবে। তবে ৩টি জয় প্লে-অফে জায়গা একরকম পাকা করে দেবে।
দিল্লি ক্যাপিটালস (DC)
শেষ ৬ ম্যাচে ৪টি হার নিয়ে একটু সমস্যার মধ্যেই রয়েছে দিল্লি। তবে ভালো শুরুর কারণে এখনও তারা পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। বাকি ৪টি ম্যাচের মধ্যে ২টি জিতলে প্লে-অফ রেসে নিজেদের ভাগ্য নিজেদের হাতে রাখবে।
পাঞ্জাব কিংস (PBKS)
৯ ম্যাচে ৫টি জয় ও একটিতে বৃষ্টির কারণে পয়েন্ট হারিয়ে পাঞ্জাব এখন ১১ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে। বাকি ৫ ম্যাচে অন্তত ৩টি জিততেই হবে প্লে-অফে উঠতে। ২টি জয়েও সামান্য সুযোগ থাকতে পারে, তবে অন্য দলগুলোর ফলাফলের উপর নির্ভর করবে।
লখনউ সুপার জায়ান্টস (LSG)
ঋষভ পন্থকে দলে নিয়ে বড় বাজি খেললেও প্রত্যাশিত ফল মেলেনি। তবুও এখনও তাদের হাতে রয়েছে সুযোগ। বাকি ৪টি ম্যাচে ৩টি জিততেই হবে যাতে প্লে-অফ নিশ্চিত হয়।
কলকাতা নাইট রাইডার্স (KKR)
দিল্লির বিরুদ্ধে জিতে কিছুটা স্বস্তিতে ফিরেছে অজিঙ্ক রাহানের দল। কিন্তু প্লে-অফে যেতে হলে বাকি ৪ ম্যাচের মধ্যে অন্তত ৩টি জিততেই হবে। সবক’টি ম্যাচ জিততে পারলে আরও ভালো।
রাজস্থান রয়্যালস (RR)
তাদের সামনে এখনও গাণিতিকভাবে প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে। বাকি সব ম্যাচ জিতলে মোট ১৪ পয়েন্ট হবে। তবে তখনও তাদের প্লে-অফ ভাগ্য নির্ভর করবে অন্য দলের ফলাফলের উপর।
সানরাইজার্স হায়দরাবাদ (SRH)
প্রাক-মরশুমে বড় প্রত্যাশা থাকলেও মাঠে তার প্রতিফলন দেখা যায়নি। প্যাট কামিন্সের নেতৃত্বে দলকে প্লে-অফে তুলতে হলে বাকি ৫টি ম্যাচের সবক’টিতে জয় পেতেই হবে। একটি হার মানেই বিদায়।
চেন্নাই সুপার কিংস (CSK)
ধোনির দল ৯ ম্যাচে মাত্র ২টি জয় পেয়েছে। বাকি ৫টি ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ ১৪। কিন্তু -১.৩০২ নেট রান রেটের কারণে তাদের প্লে-অফে ওঠার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তবুও একটি সামান্য গাণিতিক সম্ভাবনা এখনও টিকে রয়েছে।