কর্ণধার শাহরুখ খানের প্রভাব-প্রতিপত্তি নিয়ে এই বড় কাহিনী প্রকাশ করলেন প্রাক্তন নাইট কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার তথা বলিউডের বাদশা শাহরুখ খানের জনপ্রিয়তা কোন উচ্চতায়, তা কারোর অজানা নয়। কিন্তু নিজের প্রতিপত্তিকে ব্যবহার করে কীভাবে কেকেআরের উন্নতি করেন, তারই এক কাহিনী শোনালেন কিংবদন্তি পাকিস্তান পেসার ওয়াসিম আক্রম।
২০১০-২০১৬ সাল অবধি নাইটদের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন আক্রম, যার মধ্যে ২০১২ ও ২০১৪ সালে আইপিএল জিতেছে কলকাতা। সেই সময়ে ক্রিকেটারদের সুবিধার্থের জন্য আক্রম বিশেষ অনুরোধ রেখেছিলেন শাহরুখকে, যার জবাবে এমন কাজ করেন কিং খান, যা দেখে চমকে গিয়েছিলেন আক্রম। সেই কাহিনীই এক সাক্ষাৎকারে বলেছেন প্রাক্তন পেসার।
আক্রম বলেছেন, "আমার মনে হয় ২০১২ সালের আইপিএল মরশুমে হয়েছিল। আমাদের নকআউট ম্যাচ কলকাতায় হওয়ার কথা ছিল, আর আমার মনে আছে আমরা কোনও একটা শহর থেকে ফিরছিলাম। শাহরুখ সেখানে ছিলেন, তখন ওনাকে জিজ্ঞেস করি, 'খান সাহেব, আমার একটা অনুরোধ রয়েছে।' আমি বলি, 'ছেলেরা ক্লান্ত হয়ে পড়বে, আমরা কাল পৌঁছব, পরশু ম্যাচ। যদি একটা প্রাইভেট বিমানের ব্যবস্থা করা যায়।'"
এরপর আক্রম বলেন, "আমার অনুরোধ শুনে শাহরুখ জানান, 'ছেলেরা ক্লান্ত হয়ে পড়বে? কোনও সমস্যা নেই।' এক ঘন্টার মধ্যে, পুরো দলের জন্য বোয়েইং বিমান নিয়ে এলেন তিনি।"