আইপিএল ২০২৫: ৯ ম্যাচে ৭টি হার, ব্যাটারদের উপর ক্ষুব্ধ মহেন্দ্র সিং ধোনি – "বারবার উইকেট হারিয়েছি"

Photo- BCCI
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৫ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হতাশাজনক পারফরম্যান্স চলছেই। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরেকটি হারের মুখে পড়ল ‘থালার’ দল, আর ম্যাচের পর ক্ষোভে ফেটে পড়লেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ শেষে স্পষ্ট ভাষায় ব্যাটারদের দায়ী করলেন তিনি, বললেন ব্যাটিংই এই হারগুলোর মূল কারণ।
মাস্ট-উইন এই ম্যাচে একাধিক পরিবর্তন এনেছিল চেন্নাই। দলে সুযোগ পান ডেওয়াল্ড ব্রেভিস ও দীপক হুডা, বাদ পড়েন রচিন রবীন্দ্র। তবে এই পরিবর্তনের কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি। ম্যাচের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার শেখ রশিদ, আর সেখান থেকেই শুরু হয় চেন্নাইয়ের ধ্বস।
"উইকেট হারিয়ে গেছি বারবার" — ধোনির স্পষ্ট বার্তা
ধোনি বলেন, “আমরা বারবার উইকেট হারিয়েছি। প্রথম ইনিংসে পিচটা তুলনামূলকভাবে ভালো ছিল, তাই ১৫৫ রান মোটেই যথাযথ স্কোর নয়। ৮-১০ ওভার পর কিছুটা দুইরকম আচরণ করছিল পিচ, তবে তেমন কিছু অসাধারণ নয়। আমরা আরও ১৫-২০ রান তুলতেই পারতাম।”
দলে নতুন করে সুযোগ পাওয়া দক্ষিণ আফ্রিকান তরুণ ডেওয়াল্ড ব্রেভিস কিছুটা লড়াইয়ের রসদ জুগিয়েছিলেন। তিনি করেন ২৫ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস, তবে বাকিরা ছিলেন একেবারেই নিষ্প্রভ।
“স্পিনারদের বিরুদ্ধে ব্যর্থ” — মিডল অর্ডার নিয়ে হতাশ ধোনি
“ব্রেভিস খুব ভালো ব্যাটিং করেছে। মিডল অর্ডারে এমন কিছু দরকার, কারণ স্পিনাররা এলেই আমরা ধুঁকছি। তখন হয় জায়গা বুঝে খেলতে হয়, নয়তো বড় শট নিতে হয়। কিন্তু সেই জায়গাতেই আমরা বারবার ব্যর্থ হচ্ছি,” মন্তব্য ধোনির।
চেন্নাইয়ের স্পিনাররা দ্বিতীয় ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু ব্যাটারদের অপ্রতুল রানই আবারও কাল হয়ে দাঁড়ায়।
“বেশিরভাগ খেলোয়াড় ভালো না করলে দল টিকবে না” — ধোনির সাফ মন্তব্য
ধোনি বলেন, “এই ধরনের টুর্নামেন্টে যদি এক-দু’টি জায়গায় সমস্যা থাকে, তাহলে সেটাকে সামাল দেওয়া যায়। কিন্তু যখন চার-পাঁচজন খেলোয়াড় একসাথে পারফর্ম করতে ব্যর্থ হয়, তখন দলে পরিবর্তন আনা বাধ্যতামূলক হয়ে যায়। আপনি তো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন না, কারণ রান করাটা এখন খুবই জরুরি।”
সবশেষে চেন্নাই অধিনায়ক বলেন, “আমি বলছি না সবসময় ১৮০-২০০ করতে হবে, কিন্তু কন্ডিশন বুঝে স্কোর বোর্ডে রান তুলতেই হবে।"