হায়দরাবাদ ম্যাচে ৪০০তম টি-টোয়েন্টি খেলবেন মহেন্দ্র সিং ধোনি, জেনে নিন তাঁর অসামান্য রেকর্ডসমূহ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৫ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁর কেরিয়ারের ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন। শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এই মাইলস্টোন স্পর্শ করবেন ধোনি।
৪৩ বছর বয়সী ধোনি এই ম্যাচে নামার সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ৪০০ ম্যাচ খেলা হাতে গোনা ক্রিকেটারদের অভিজাত তালিকায় নাম লেখাবেন। ধোনি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক সফল অধিনায়ক হিসেবে নিজের অবস্থান এখনও ধরে রেখেছেন। তিনি এখনও পর্যন্ত ৩২৫ ম্যাচে অধিনায়কত্ব করে ১৯০টি জয় পেয়েছেন।
ধোনি টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক সফল উইকেটকিপার হিসেবেও শীর্ষে রয়েছেন। এই ফরম্যাটে তাঁর নামের পাশে রয়েছে ৩১০-এর বেশি ডিসমিসাল। শুধু আইপিএলেই তিনি এখন পর্যন্ত ১৯৭ ডিসমিসাল করেছেন, যা লিগ ইতিহাসে সর্বোচ্চ। আর মাত্র তিনটি ডিসমিসাল হলেই তিনি আইপিএলে ২০০ ডিসমিসাল পূর্ণ করবেন।
টি-টোয়েন্টিতে ৪০০ ম্যাচ খেলা চতুর্থ ভারতীয় ক্রিকেটার হতে চলেছেন ধোনি। এই তালিকায় সবার ওপরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, যিনি ৬৯৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আইপিএলের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডটিও ধোনির দখলে। ২০০৮ সালে লিগ শুরু হওয়ার পর থেকে তিনি ২৭২টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি করেছেন ৫৩৭৭ রান, গড় ৩৮.৯৬ এবং স্ট্রাইক রেট ১৩৭.৮৭।
আইপিএলে এখনকার সক্রিয় ক্রিকেটারদের মধ্যে ছক্কা হাঁকানোর দিক থেকেও ধোনি রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর উপরে রয়েছেন শুধুমাত্র রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতীয়দের মধ্যে রোহিত, কোহলি ও দিনেশ কার্তিকের পরেই সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ধোনি।
উল্লেখযোগ্যভাবে, ধোনি ভারতের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচেও অংশ নিয়েছিলেন ২০০৬ সালে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে। তবে সেই ম্যাচে তিনি দুই বল খেলে শূন্য রানে আউট হন।