"আমার দেশের প্রতি ভালোবাসা নিয়ে প্রশ্ন উঠলে আমি চুপ থাকব না", স্পষ্ট বার্তা নীরজ চোপড়ার

Photo- X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের অ্যাথলিট আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানানো নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন অলিম্পিক স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া। এই ঘটনার প্রেক্ষিতে নীরজ অবশেষে মুখ খুলেছেন এবং জানিয়েছেন, বেঙ্গালুরুতে ২০২৫ সালের মে মাসে আয়োজিত ‘নীরজ চোপড়া ক্লাসিক’ প্রতিযোগিতায় আরশাদকে আমন্ত্রণ দেওয়া হয়েছিল হামলার দুই দিন আগেই।
এক্স হ্যান্ডেলে নীরজ লেখেন, "আমি সাধারণত খুব বেশি কথা বলি না। কিন্তু আমার দেশের প্রতি ভালোবাসা, কিংবা আমার পরিবারের সম্মান নিয়ে প্রশ্ন উঠলে আমি নিশ্চুপ থাকব না। আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানানোর বিষয় নিয়ে অনেক কিছু বলা হয়েছে—যার বেশিরভাগই ঘৃণা ও আক্রমণ।"
তিনি আরও বলেন, "আমার পরিবারকেও এই আক্রমণের বাইরে রাখা হয়নি। একজন ক্রীড়াবিদ হিসেবে আমি আরেকজন ক্রীড়াবিদকে আমন্ত্রণ জানিয়েছিলাম—এর বাইরে কিছু নয়। নীরজ চোপড়া ক্লাসিক-এর উদ্দেশ্য ছিল বিশ্বের সেরা ক্রীড়াবিদদের ভারতে এনে একটি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজন করা। আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল সোমবার, যখন পাহেলগাঁও হামলা ঘটেনি।"
আরশাদ নাদিম অবশ্য পরে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
নীরজ বলেন, "গত ৪৮ ঘণ্টায় যা ঘটেছে, তার পর আরশাদের অংশগ্রহণ আর প্রশ্নেই আসে না। আমার দেশ এবং দেশের স্বার্থই সর্বাগ্রে। যারা আপনজন হারিয়েছেন, তাঁদের জন্য আমার প্রার্থনা। আমি ব্যথিত।"
নীরজ আরও লেখেন, "আমি নিশ্চিত, আমাদের দেশ শক্তিশালী প্রতিক্রিয়া দেবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে। আমি বছরের পর বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করেছি গর্বের সঙ্গে। তাই আজ যখন আমার সততা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেটা আমাকে ব্যথিত করে। এমন মানুষজনের কাছে ব্যাখ্যা দিতে হচ্ছে, যারা কোনও কারণ ছাড়াই আমাকে এবং আমার পরিবারকে নিশানা করছে। আমরা সাধারণ মানুষ, দয়া করে আমাদের ভুলভাবে তুলে ধরবেন না।"
সবশেষে নিজের ক্ষোভ প্রকাশ করে নীরজ বলেন, "কিছু মিডিয়া আমার সম্পর্কে ভুয়ো গল্প ছড়াচ্ছে। আমি কথা বলি না বলে তাদের কথা সত্য হয়ে যায় না। মানুষ কীভাবে মুহূর্তেই তাদের দৃষ্টিভঙ্গি বদলে ফেলে, সেটাও আমি বুঝতে পারি না। এক বছর আগে আমার মা নির্দোষভাবে একটা মন্তব্য করেছিলেন, তখন সবাই প্রশংসা করেছিল। আজ সেই সরলতা নিয়েই কটাক্ষ করা হচ্ছে।"
নীরজের এই পোস্টের পর অনেকেই তাঁর বক্তব্যকে সমর্থন জানাচ্ছেন। স্পষ্টতই, দেশের একজন গর্বিত ক্রীড়াবিদ হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি।