নেট সেশনে ব্যাট ভাঙলেন কেএল রাহুল

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: আইপিএল ২০২৫-এ দুর্দান্ত ফর্মে থাকা দিল্লি ক্যাপিটালসের (ডিসি) তারকা ব্যাটার কেএল রাহুল সম্প্রতি দলের নেট সেশনে ব্যাটিং অনুশীলনের সময় একটি ব্যাট ভেঙে ফেলেন। এ ঘটনাকে ঘিরে তৈরি হয় এক মজার মুহূর্ত, যেখানে অধিনায়ক অক্ষর প্যাটেল ঠাট্টা করে রাহুলের ভাঙা ব্যাটকে "মঙ্গুস ব্যাট" বলে অভিহিত করেন।
দিল্লির অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রাহুলের ব্যাটটি মাঝখান থেকে ভেঙে যায়। এরপর অক্ষর প্যাটেল ভাঙা ব্যাটের ওপরের অংশটি হাতে তুলে নিয়ে সতীর্থ ট্রিস্টান স্টাবসের সঙ্গে রসিকতা করেন। অক্ষর মজা করে বলেন, ব্যাটটির আকৃতি একেবারে মঙ্গুস ব্যাটের মতো—যার ছোট ব্লেড এবং বড় হ্যান্ডেল টি-টোয়েন্টি ফরম্যাটে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য আদর্শ।
ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করে। এই ঘটনার মাধ্যমে দলের মধ্যে সুসম্পর্ক এবং হালকা মেজাজ বজায় রাখার এক ঝলক দেখা যায়।
এদিকে কেএল রাহুলের পারফরম্যান্স নিয়েও ভক্তরা মুগ্ধ। চলতি আসরে তিনি একাধিক ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন। বিশেষ করে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে তার অপরাজিত ৫৭ রান দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অন্যদিকে, অধিনায়ক অক্ষর প্যাটেলও তার নেতৃত্বগুণ ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতায় প্রশংসিত হচ্ছেন। কঠিন পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলের মধ্যকার আনন্দঘন পরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও তিনি দারুণ ভূমিকা রাখছেন।