আইপিএল ম্যাচে ব্যাট চেকিংয়ে ধরা পড়লেন সুনীল নারিন, 'অবৈধ ব্যাট' ব্যবহারের অভিযোগে বিতর্ক

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারিন বিশ্বজুড়ে পরিচিত একজন বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে। তবে পাঞ্জাব কিংসের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে এক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন তিনি, যখন ব্যাট চেকিংয়ে তার ব্যাট ফেল করে।
আইপিএলের গভর্নিং কাউন্সিল ম্যাচ চলাকালীন র্যান্ডম ব্যাট চেক চালু করেছে, যাতে কেউ অবৈধ উপায়ে সুবিধা নিতে না পারে। নারিন যখন ব্যাট করতে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার ব্যাট পরীক্ষা করে দেখা যায়, সেটি নির্ধারিত সীমার বাইরে চলে গেছে।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার ফলে বিতর্ক শুরু হয়েছে—নারিন কি তবে এখন পর্যন্ত ‘অবৈধ ব্যাট’ ব্যবহার করেই বোলারদের ওপর দাপট দেখিয়েছেন?
এই ম্যাচেই আরেকজন ব্যাট চেকিংয়ে ফেইল করেন—দিল্লি ক্যাপিটালস থেকে আসা পেসার আনরিচ নর্কিয়া। ম্যাচের শেষ দিকে ব্যাট করতে নামার আগে তার ব্যাটও চেক করা হয় এবং অতিরিক্ত আকারের কারণে তাকেও ব্যাট পরিবর্তন করতে বলা হয়।
খেলার বাইরে, মাঠের সীমানার পাশে কেকেআরের আরও কয়েকজন ব্যাটারের ব্যাট পরীক্ষা করেন রিজার্ভ আম্পায়ার সৈয়দ খালিদ। নারিনকে যখন জানানো হয় তার ব্যাট আইপিএলের নির্ধারিত সীমার চেয়ে বড়, তখন তিনি রিজার্ভ আম্পায়ারের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করেন।
এই সময়ে কেকেআরের তরুণ ব্যাটার অঙ্কৃশ রঘুবংশীও উপস্থিত ছিলেন, তবে তার ব্যাট পরীক্ষায় পাস করে।
Glad Narine is getting pulled up at least while batting. pic.twitter.com/GziclyTc1x
— Sunil (@Hitting_Middle) April 16, 2025
বিসিসিআই যে নিয়ম নির্ধারণ করেছে, সেই অনুযায়ী ব্যাটের সামনের অংশের প্রস্থ ১০.৭৯ সেন্টিমিটারের বেশি হওয়া চলবে না। ব্যাটের ব্লেডের পুরুত্ব সর্বোচ্চ ৬.৭ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। ব্যাটের ধারের প্রস্থ সর্বোচ্চ ৪ সেন্টিমিটার এবং ব্যাটের মোট দৈর্ঘ্য সর্বোচ্চ ৯৬.৪ সেন্টিমিটার হওয়া উচিত।
আইপিএলের শুরু থেকেই বিভিন্ন ম্যাচে র্যান্ডম ব্যাট চেক করা হয়। কখনো খেলার মাঝে, আবার কখনো খেলোয়াড়দের ড্রেসিংরুমেও ব্যাট পরীক্ষা করা হয়। রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে মাঠের বাইরেই এই ব্যাট চেকিং কার্যক্রম পরিচালনা করা হয়, যা দর্শকদের নজর কাড়ে।
সুনীল নারিনের ব্যাট বিতর্ক এখন সামাজিক মাধ্যমে জোরালো আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার দেখার বিষয়, আইপিএল গভর্নিং কাউন্সিল এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।