আইপিএল অভিষেকে ইতিহাস গড়লেন সিএসকের উরভিল প্যাটেল

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চেন্নাই সুপার কিংসের ওপেনার উরভিল প্যাটেল বুধবার নিজের আইপিএল অভিষেকেই ইতিহাস গড়লেন। পাঁচবারের চ্যাম্পিয়ন দলের হয়ে প্রথম ম্যাচেই তিনি হয়ে উঠলেন এমন প্রথম ভারতীয় ব্যাটার, যিনি আইপিএল অভিষেকে ১০ বা তার বেশি বল খেলে সর্বোচ্চ স্ট্রাইক রেট অর্জন করেছেন। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে কলকাতা নাইট রাইডার্স-এর বিপক্ষে তিনি ১১ বলে ৩১ রান করেন, যেখানে ছিল একটি চার ও চারটি বিশাল ছয়। তার স্ট্রাইক রেট ছিল ২৮১.৮২।
তবে, আইপিএল অভিষেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস। প্রথম স্থানে আছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার লুক রাইট, যিনি ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১০ বলে ৩৪ রান করেছিলেন, ছয়টি চার ও একটি ছয়ের সাহায্যে, স্ট্রাইক রেট ছিল ৩৪০.০০।
ঘরোয়া ক্রিকেটে গুজরাটের প্রতিনিধিত্ব করা উরভিল প্যাটেল মূলত তার আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। গত বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ত্রিপুরার বিপক্ষে তিনি মাত্র ৩৫ বলে অপরাজিত ১১৩ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল সাতটি চার ও ১২টি ছয়। এই ইনিংসে তিনি ঋষভ পন্থের দ্রুততম টি-২০ শতকের রেকর্ড ভেঙে দেন এবং এটি ছিল ভারতের পক্ষে দ্রুততম ও বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম টি-২০ সেঞ্চুরি।
উরভিল প্যাটেল এখনও পর্যন্ত ৪৮টি টি-২০ ম্যাচে ২৬.৫১ গড়ে ১,১৯৩ রান করেছেন, তার স্ট্রাইক রেট ১৭২.১৫। রয়েছে দুটি শতক ও চারটি অর্ধশতক, সর্বোচ্চ স্কোর ১১৫*।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কেকেআর। অধিনায়ক অজিঙ্কা রাহানে (৩৩ বলে ৪৮, চারটি চার ও দুটি ছয়) এবং সুনীল নারাইনের (১৭ বলে ২৬, চারটি চার ও একটি ছয়) মধ্যে ৫৮ রানের জুটিতে দলটি ভালো শুরু করে।
এরপর আন্দ্রে রাসেল (২১ বলে ৩৮, চারটি চার ও তিনটি ছয়) এবং মনীশ পান্ডে (২৮ বলে অপরাজিত ৩৬, একটি চার ও একটি ছয়)-র ইনিংসে কেকেআর ২০ ওভারে ১৭৯/৬ রান তোলে।
চেন্নাইয়ের হয়ে সেরা বোলার ছিলেন নূর আহমেদ (৪/৩১), এছাড়াও অংশুল কম্বোজ ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নেন।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সিএসকে—মাত্র ৫.২ ওভারে ৬০/৫। এরপর ডেওয়াল্ড ব্রেভিস (২৫ বলে ৫১, চারটি চার ও চারটি ছয়) এবং শিভম দুবের সঙ্গে ৬৭ রানের জুটি দলকে ঘুরে দাঁড়ানোর আশা দেয়। দুবে এরপর ৪০ বলে ৪৫ রান করেন, যেখানে ছিল দুটি চার ও তিনটি ছয়, এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান।