শক্তিশালী উজবেকিস্তানের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতের মেয়েরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন ফিফা উইন্ডোকে কাজে লাগাতে চায় ভারতীয় মহিলা ফুটবল দল। সেই কারণে এই সময়ে শক্তিশালী উজবেকিস্তানের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী ৩০ মে ও ৩ জুন বেঙ্গালুরুর পাডুকোন-দ্রাবিড় সেন্টার ফর স্পোর্টস এক্সেলেন্সে হবে এই দুটি ম্যাচ।
এই মুহুর্তে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের মেয়েরা রয়েছে ৬৯তম স্থানে, যেখানে উজবেকিস্তান রয়েছে ৫০তম স্থানে। এর আগে ১৩ বার উজবেকিস্তানের বিরুদ্ধে খেলেছে ভারত, যেখানে মাত্র ১ বার জিতেছে ব্লু টাইগ্রেসরা, আর হেরেছে ৯ বার। তিনবার দুটি দল ড্রয়ে শেষ করেছে।
এই দুটি ম্যাচ আসন্ন এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের জন্য খুব ভালো প্রস্তুতি হবে বলে মনে করছেন ভারতের কোচ ক্রিস্পিন ছেত্রী। যেখানে গ্রুপ বি-তে ভারত খেলবে মঙ্গোলিয়া (২৩ জুন), টিমোর-লেস্টে (২৯ জুন), ইরাক (২ জুলাই) ও আয়োজক থাইল্যান্ড (৫ জুলাই)। ইতিমধ্যেই ১ মে থেকে বেঙ্গালুরুতে অনুশীলন শুরু করে দিয়েছে ফুটবলাররা।
গোলকিপার - পায়েল বাসুদে, এলাংবাম পান্থোই চানু, কেইশাম মেলোডি চানু, মৈরাংথাম মোনালিশা দেবী।
ডিফেন্ডার - পূর্ণিমা কুমারী, ফানজৌবাম নির্মলা দেবী, মার্টিনা থকচম, শুভাঙ্গী সিং, সঞ্জু, মালতি মুন্ডা, টোইজাম থৈবিসানা চানু, সোরোখাইবাম রঞ্জনা চানু, গাংবাম সুইটি দেবী, বিকশিত বারা, হেমাম শিল্কি দেবী।
মিডফিল্ডার - কিরণ পাসদা, নোংমাইথেম রতনবালা দেবী, মুস্কান সুব্বা, লিশাম বাবিনা দেবী, কার্থিকা আঙ্গামাথু, সিন্ডি রেমরুয়াতপুই কোলনি, সঙ্গীতা বাসফোর, প্রিয়দর্শিনী এস, বেবি সানা, সন্তোষ, অঞ্জু তামাং।
ফরোয়ার্ড - মৌসুমী মূর্মু, মালবিকা পি, সন্ধিয়া রঙ্গনাথন, সৌম্যা গুগুলোথ, সুলঞ্জনা রাউল, লিন্ডা কম সের্তো, রিম্পা হালদার, মনীষা নাইক, রেনু, করিশ্মা পুরুষোত্তম শিরভোইকর, সুমতি কুমারী, মনীষা কল্যাণ, গ্রেস ডাংমেই।