ধোনির অবসরের পথেই রোহিতের অবসর ঘোষণা! রয়েছে এই অদ্ভুত তিন মিল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা, যা ঘিরে আলোচনার ঝড় উঠেছে ভারতীয় ক্রিকেট মহলে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে টেস্ট ক্যাপের ছবি দিয়ে হৃদয়স্পর্শী লেখার মাধ্যমে এই ঘোষণা করেন ভারত অধিনায়ক। কিন্তু রোহিতের অবসর ঘোষণার সাথে ৫ বছর আগে মহেন্দ্র সিং ধোনির অবসরের অনেক মিল রয়েছে।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে যে সময়তে ধোনি অবসর নিয়েছিলেন, তা হল ১৯.২৯ অর্থাৎ সন্ধ্যে ৭টা ২৯ মিনিট। আবার রোহিত যে সময়ে নিজের অবসরের ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন, তার সময়ও সন্ধ্যে ৭টি ২৯ মিনিট। এক মিনিট এদিক-ওদিক নেই, একেবারে একই সময়ে দুই অধিনায়ক নিয়েছেন অবসর।
শুধু তাই নয়, ধোনি ও রোহিত দুজনেই নিজেদের শেষ হোম টেস্ট খেলেছেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এদিকে দুজনেই নিজেদের শেষ টেস্ট ম্যাচ খেলেছেন মেলবোর্নে বক্সিং ডে টেস্টে। এমন মিল সত্যিই দুষ্কর, কিন্তু সেটাই ঘটল ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়কের বেলায়।
ইতিমধ্যেই টি২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত, এবার টেস্ট ক্রিকেট থেকেও নিলেন অবসর। তবে ওয়ানডে আন্তর্জাতিকে থাকছেন তিনি, যেখানে তার লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ জেতা।