টেস্ট থেকে অবসর ঘোষণার পরেই নিজের ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা করেছেন রোহিত শর্মা। গত বছর টি২০ বিশ্বকাপ জিতে সেই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত। এখন বাকি শুধু ওয়ানডে আন্তর্জাতিক। এবার সেই ফর্ম্যাটে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিলেন রোহিত।
এক সাক্ষাৎকারে রোহিতকে যখন ওয়ানডে বিশ্বকাপ নিয়ে জিজ্ঞেস করা হয়, সেই সময় ২০২৩ বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে রোহিতের চোখে-মুখে সেই বেদনার ছবি ধরা পড়েছে। এবার টেস্ট ও টি২০ ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর, রোহিতের সামনে লক্ষ্য একটাই, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, যা হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে।
তবে ততদিন রোহিতের বয়স ৪০ এর কাছাকাছি হবে, যা আন্তর্জাতিক পর্যায়ে কোনও ক্রিকেটারের পক্ষে অনেকটাই বেশি। কিন্তু ২০২৭ বিশ্বকাপ খেলতে চান রোহিত, সেই বার্তা দিলেন এক সাক্ষাৎকারে। রোহিত বলেছেন, "বিষয়টা আমার মনের মধ্যে রয়েছে। আমি খেলতে চাই। ওয়ানডে বিশ্বকাপ ঘরে থাকলে ভালোই হবে।"
ইতিমধ্যেই অধিনায়ক হিসেবে টি২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছেন রোহিত শর্মা, তবে কখনও ওয়ানডে বিশ্বকাপ জয়ের সুযোগ পাননি। ২০২৩ সালে অপরাজিত থেকে বিশ্বকাপ ফাইনালে গেলেও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল ভারত। ফলে ২০২৭ বিশ্বকাপই রোহিতের সেরা সুযোগ।