রোহিত শর্মার অবসরে পর ভারতের টেস্ট নেতৃত্ব আসতে চলেছে এই তরুণ তুর্কির কাঁধে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসরের পর প্রশ্ন উঠছে, ক্রিকেটের সর্বোত্তম ফর্ম্যাটে ভারতের অধিনায়ক কে হবেন? আগামী ২০ জুন থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে কাকে দায়িত্ব দেবে বিসিসিআই?
এখনও অবধি যা খবর, রোহিতের উত্তরসূরি হিসেবে আসতে পারেন শুভমন গিল। ২৫ বছর বয়সী এই তারকা ব্যাটারের উপর টেস্ট নেতৃত্বের ভার দিতে পারেন নির্বাচকরা। চলতি মাসের শেষের দিকে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করবে।
যদিও সম্প্রতি ভারতের অস্ট্রেলিয়া সফরে সহ অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরাহ, তবে জানা গিয়েছে, আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র, যা ভারতের ইংল্যান্ড সফর থেকে শুরু হবে, সেখানে কয়েকটি টেস্ট হয়ত খেলবেন না বুমরাহ। যার ফলে সহ অধিনায়কের পদ থেকে বুমরাহকে সরানোর ভাবনা রয়েছে নির্বাচকদের। তারা চাইছেন এমন কেউ অধিনায়ক থাকুন, যিনি দীর্ঘ সময় ধরে দেশের নেতৃত্ব সামলাবেন। সেক্ষেত্রে নাম আসছে শুভমনের।
যদিও শুভমন আগে কখনও ভারতকে টেস্ট বা ওয়ানডেতে অধিনায়কত্ব করাননি, তবে টি২০ আন্তর্জাতিকে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তবে আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছেন গিল। চলতি আইপিএলে খেতাব জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছেন গিলের গুজরাট।