রবিবার ইডেনেগামী দর্শকদের জন্য এক টিকিটে জোড়া ম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: রবিবার ইডেনে এক টিকিটে জোড়া ম্যাচ। ছয় হাঁকানোর মেগা ম্যাচ। যার নাম সুপার সিক্স চ্যালেঞ্জ। আইপিএলে এর আগেও হয়েছে এরকম চ্যালেঞ্জ। কোন ক্রিকেটার কত বড় ছয় মারছেন, তা নির্ধারণ করা। এখানে বোলাররা নয়। বল ছোঁড়া হয় বোলিং মেশিন থেকে। দুটো দল থেকে তিন জন করে প্লেয়ার নির্বাচন করা হয়।
চারটে করে বল খেলেন প্রতি ব্যাটার। অর্থাৎ, প্রতিটা টিম খেলে ১২ টা করে বল। প্রস্তুতির জন্য ২ টো করে বল পান ব্যাটাররা। এবার দু'দল মিলিয়ে ৬ জন ব্যাটারের মধ্যে যিনি সবচেয়ে বড় ছয় মারবেন, যাঁর ছয় সবচেয়ে বেশি দূরত্ব পার করবে, তিনিই জয়ী। এরজন্য রয়েছে আলাদা পুরস্কারও।
রবিবারই আইপিএলে কেকেআরের ম্যাচ। এদিন এই সুপার সিক্স চ্যালেঞ্জ শুরু হবে। কেকেআরে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েলের মতো ব্যাটাররা রয়েছেন। রাজস্থান রয়্যালসে আবার রয়েছেন বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, শিমরন হিটমায়ার, ধ্রুব জুরেলরা রয়েছেন।