আইএসএলে সেরা একাদশের ১০টি পজিশনেই মোহনবাগানের রমরমা! সমর্থকদের কাছে দল বাছার সুযোগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য সমাপ্ত আইএসএলের সেরা একাদশ কী হবে, সে নিয়ে অনেকের অনেক মত। এবার ফুটবলপ্রেমীদের জন্য বড় সুযোগ নিয়ে এল আইএসএল। এবারের আইএসএলের 'ফ্যান্স টিম অফ দ্য সিজন' নিয়ে এল তারা, যেখানে ফুটবলপ্রেমী ও সমর্থকরা ভোটের মাধ্যমে বিভিন্ন পজিশনে মনোনীত ফুটবলারদের নির্বাচিত করতে পারবে।
মূলত ৪-৩-৩ ফর্মেশনে হবে এই দল। প্রতিটা পজিশনের ভোট হবে আলাদা আলাদা দিনে। আগামী ৫ মে থেকে শুরু ভোটগ্রহণ পর্ব, যা শেষ হবে ১৬ মে। প্রতিটি ভোটপর্ব চলবে ৪৮ ঘন্টা ধরে। প্রতিটা সমর্থক প্রতি পজিশনের জন্য একটি করে ভোট পাবেন। ১১টি পজিশনের জন্য মোট ৪৪ জন ফুটবলারকে মনোনীত করা হয়েছে। আর কোচের জন্য চারজনকে বাছা হয়েছে।
সমর্থকরা ভোট দিতে পারবেন আইএসএলের অফিশিয়াল ওয়েবসাইট www.indiansuperleague.com এ। এছাড়া আইএসএলের মোবাইল অ্যাপ ও লিগের সোশ্যাল মিডিয়ায় দেওয়া লিঙ্কে।
গোলকিপার
রাইট ব্যাক
রাইট সেন্টার-ব্যাক
লেফট সেন্টার-ব্যাক
লেফট ব্যাক
সেন্ট্রাল মিডফিল্ডার
রাইট সেন্টার মিডফিল্ডার
লেফট সেন্টার মিডফিল্ডার
স্ট্রাইকার
রাইট উইঙ্গার
লেফট উইঙ্গার
প্রধান কোচ
পর্ব ১: গোলকিপার ও ডিফেন্ডার
ভোটগ্রহণ শুরু: ৫ মে, দুপুর ১২টা
ভোটগ্রহণ শেষ: ৭ মে, দুপুর ১২টা
পর্ব ২: মিডফিল্ডার
ভোটগ্রহণ শুরু: ৮ মে, দুপুর ১২টা
ভোটগ্রহণ শেষ: ১০ মে, দুপুর ১২টা
পর্ব ৩: ফরোয়ার্ড
ভোটগ্রহণ শুরু: ১১ মে, দুপুর ১২টা
ভোটগ্রহণ শেষ: ১৩ মে, দুপুর ১২টা
পর্ব ৪: প্রধান কোচ
ভোটগ্রহণ শুরু: ১৪ মে, দুপুর ১২টা
ভোটগ্রহণ শেষ: ১৬ মে, দুপুর ১২টা