মাঠেই রিঙ্কু সিংকে চড় মারলেন কুলদীপ যাদব, হতবাক কেকেআর তারকা! দেখুন ভিডিও

Photo- Jio Hotstar
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএল ২০২৫-এর দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের পর কুলদীপ যাদবের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে রিঙ্কু সিংকে চড় মারতে দেখা যায়। ম্যাচ শেষে দুই দলের বেশ কয়েকজন খেলোয়াড় একসঙ্গে হাসি-ঠাট্টায় মত্ত ছিলেন। সেই সময় হঠাৎ করেই কুলদীপ, রিঙ্কুকে দু'বার চড় মারেন। যদিও ঘটনাটি সম্ভবত মজার ছলেই ঘটেছিল, কিন্তু রিঙ্কু সিং-এর প্রতিক্রিয়া তা মেনে নিতে পারেনি।
রিঙ্কুর মুখে হতবাক ভাব স্পষ্ট ছিল, এমনকি তাঁকে কিছুটা রেগে যেতে দেখা যায়। পরে অবশ্য তাঁরা কথাও বলেন একে অপরের সঙ্গে। যেহেতু ভিডিওতে কোনও অডিও ছিল না, তাই পুরো ঘটনার প্রসঙ্গ পরিষ্কার নয়। ধারাভাষ্যকাররাও এই ঘটনা নিয়ে কিছু বলেননি। তবে সোশ্যাল মিডিয়ায় কুলদীপের এই আচরণ ভালোভাবে গ্রহণ করেননি অনেকেই। কেউ কেউ একে তাঁর “সবচেয়ে খারাপ ব্যবহার” বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ কেউ কুলদীপকে নিষিদ্ধ করার দাবি পর্যন্ত জানিয়েছেন।
এদিকে ম্যাচে রিঙ্কু সিং ভালোই ব্যাট করেন। দিল্লির বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তিনি ২৫ বলে ৩৬ রান করেন, যদিও ১৮তম ওভারে বিপ্রাজ নিগমের বলে আউট হয়ে যান। চলতি আইপিএলে রিঙ্কুর ফর্ম কিছুটা হতাশাজনক হলেও, কোচ অভিষেক নায়ারের আগমনের পর থেকে তাঁর পারফরম্যান্সে কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।
এই ম্যাচে ১৪ রানে জয় পেয়ে প্লে-অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। দিল্লির মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে কেকেআর প্রথমে ব্যাট করে ২০৪ রান তোলে। এরপর দিল্লি যখন জবাব দিচ্ছিল, তখন সুনীল নারিনের দুর্দান্ত স্পেলে ম্যাচের মোড় ঘুরে যায়। তিনি একই ওভারে আউট করেন অক্ষর প্যাটেল ও ট্রিস্টান স্টাবসকে। সেই ওভারেই মূলত দিল্লির জয়ের স্বপ্ন ভেঙে যায়।