কঠিন এফসি গোয়ার বিরুদ্ধে লড়তে প্রস্তুত মোহনবাগান, জানালেন বাস্তব রায়, আশিক কুরুনিয়ন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ তরুণ ব্রিগেড নিয়েও শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে পরাজিত করে ভারতীয় ফুটবল মহলকে চমকে দিয়েছেন বাস্তব রায়। অন্যদিকে সাহালের সঙ্গে জুটি বেঁধে মাঠে ফুল ফোটাচ্ছেন আশিক কুরুনিয়ন। চোট মুক্ত আশিক কতোটা ভয়ঙ্কর তা ইতিমধ্যে সবাই দেখেছেন। এফসি গোয়ার বিরুদ্ধে সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামার আগে মোহনবাগান কোচ বাস্তব রায় এবং আশিক কুরুনিয়ন জানালেন দলের প্রস্তুতি এবং অন্যান্য বিষয়।
বাস্তব রায় বলেছেন, "আগের ম্যাচের মতই আমি সেমিফাইনাল ম্যাচেও ফুটবলারদের ম্যাচটি উপভোগ করতে বলেছি। আমার দলের প্রতিটি ফুটবলার খেলার জন্য প্রস্তুত। কীভাবে আমরা পরিকল্পনা করছি তা আমি এখানে বলবনা তবে গোয়া অবশ্যই কেরালার থেকে বেশি শক্তিশালী। আমার কাজ খুব সহজ হবেনা। বিকেল ৪:৩০ থেকে ম্যাচে সমস্যা হবেনা। আমরা মানসিক ভাবে প্রস্তুত এই সময় খেলার জন্য।"
এর সঙ্গে তিনি সাংবাদিকদের কাছে বড় আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, "আমার ফুটবলাররা কমবয়সী তাই তাদের নিয়ে বেশি হাইপ তৈরি করবেন না, আমার অনুরোধ।
এখনই চ্যাম্পিয়ন নিয়ে ভাবছিনা। প্রথম ম্যাচ জিতেছি এখন শুধু সেমি ফাইনাল নিয়ে ভাবছি। ফাইনালে উঠলে চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাববো। আমরা স্টেপ বাই স্টেপ এগোতে চাই।"
অন্যদিকে আশিক নিজের চোট সারিয়ে ফিরে আসা এবং গেম টাইম নিয়ে বলেছেন, "গেম টাইম পাচ্ছি বলে ভালো লাগছে। যখন এসেছিলাম খুবই খুশি ছিলাম, ভেবেছিলাম প্রচুর ম্যাচ খেলব, তবে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি। তাই নিজেকে প্রমাণ করে আরও বেশি খেলার সময় অর্জন করতে হবে। আইএসএলে ৬০,০০০ দর্শকদের সামনে খেলার চাপ আমরা সামলেছি, তবে এখানে আমরা অনেক চাপমুক্ত ভাবে খেলতে পারছি।"
সাহালের সঙ্গে সমীকরণ নিয়ে আশিক বলেছেন, "আমি আর সাহাল একে অপরকে কেরালা ব্লাস্টার্সের সময় থেকে একে অপরকে চিনি। ওর খেলা আমার খুব পছন্দ। ওর স্কিল খুব ভালো লাগে। অনুশীলনেও আমরা একে অপরের সঙ্গে কথা বলি। আমার সামনে সাহাল থাকলে আমার ভালো লাগে কারণ আমার সামনে চাপ সৃষ্টি হলেও সাহাল সামলে নেয়।"