খালিদের ভরসা ও মানসিক প্রত্যয়ই আজ আলবিনো গোমসের সাফল্যের মন্ত্র

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমে ভারতীয় ফুটবলে বিশাল কাইথের পর যদি কোনও গোলকিপার নজর কেড়ে থাকেন, তিনি জামশেদপুর এফসির ৩১ বছর বয়সী গোলকিপার আলবিনো গোমস। এখনও অবধি এই মরশুমে ২৭টি ম্যাচে ১০২টি সেভ করেছেন আলবিনো। চলতি সুপার কাপে দুই ম্যাচে দুটি ক্লিনশিট রেখেছেন তিনি, এর সাথে রয়েছে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে জয়।
আর এই দুর্দান্ত সাফল্যের পিছনে নিজের আত্মবিশ্বাসকে তুলে ধরছেন আলবিনো। এআইএফএফ মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আলবিনো বলেছেন, "শুটআউটের সময়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম, তবে আমার মনে হয় আমার দল অনেক বেশি সাহায্য করেছে। ওরা নিজেদের পেনাল্টি মিস করেছে, তাই আমায় অত বেশি সেভ করতে হয়নি। আমরা এক একটি ম্যাচ হিসেবে নিচ্ছি। এই মুহুর্তে সেমি ফাইনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
২০১৬-১৭ মরশুমে আইজলের সেই অবিশ্বাস্য আইলিগ জয়ের নায়ক ছিলেন আলবিনো, আর এই মরশুমেও নিজেকে মেলে ধরেছেন। আর এই দুই ঘটনায় একজনই স্থায়ী, খালিদ জামিল। তাকে নিয়ে আলবিনো বলেছেন, "উনি আমার উপর অনেক ভরসা দেখিয়েছেন। আমার শুরুর দিনে, যখন বেঞ্চ গরম করতে বিরক্ত লাগত আর খেলার সুযোগ পেতাম না, তখন উনি আমায় বলেছিলেন যে আমার মধ্যে এক নম্বর গোলকিপার হওয়ার ক্ষমতা রয়েছে।"
তবে আলবিনোর কেরিয়ারের ক্ষেত্রে চোট-আঘাত বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়াবার মন্ত্র নিয়ে আলবিনো বলেছেন, "যে কোনও ফুটবলারের জন্য এই পরিস্থিতি কঠিন। যখন আপনি বারবার চোট পান, নিজের মধ্যে সংশয় তৈরি হয়। একজনকে মানসিকভাবে শক্তিশালী হতে হয়, সেভাবেই আমি নিজেকে সুস্থ করে তুলি। অবশ্যই, এখানে শারীরিক সক্ষমতার প্রশ্নও থাকে যেখানে ফিজিও ও ডাক্তাররা বড় ভূমিকা পালন করেন।"